সকালে তড়িঘড়ি করে গোসল করার অভ্যাস থাকে কারও কারও। দ্রুত পরিপাটি হয়ে বেরিয়ে যাওয়ার তাড়া থাকে অনেকের। কেউ কেউ আবার রাতে ঘুমের আগে গোসল করেন। তাঁরা হয়তো ভাবেন, গোসলের একটু পর আয়েশ করে ঘুমাবেন। দুপুর বা বিকেলেও গোসল করেন কেউ কেউ। যে সময়ই গোসল করুন না কেন, পরিস্থিতি কিংবা অভ্যস্ততার কারণে গোসলের পর কিছু ভুল করে বসতে পারেন আপনি। কোন বেলায় গোসল করছেন, আদতে তা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, যদি আপনি ভুলগুলো সম্পর্কে সচেতন থাকেন। এ সম্পর্কে বলছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা.

সিনথিয়া আলম।

ভেজা চুল আঁচড়ানো

ভেজা চুল আঁচড়াতে নেই। তাতে চুল ছিঁড়ে বা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। তাই আঁচড়ানোর আগে চুল ভালোভাবে শুকিয়ে নিন। আর গোসলের জন্য এমন সময় বেছে নিন, যাতে আঁচড়ানোর আগে আপনি চুল শুকানোর জন্য পর্যাপ্ত সময় পান।

ঘষে বা ঝেড়ে চুল শুকানো

ভেজা চুল শুকানোর জন্য কেউ কেউ তোয়ালে দিয়ে চুল ঝাড়েন। অভ্যাসটি ভালো নয়। কারণ, এতে চুলের আগা ভেঙে দুই ভাগ হয়ে যায় (স্প্লিট এন্ডস)। কারও কারও চুল ঘষে ঘষে মোছার অভ্যাস থাকে। এটিও ভালো অভ্যাস নয়। বেশি ঘষাঘষি করলে চুল ক্ষয়ে যায়; বরং চুল মোছা উচিত আলতভাবে। আর চুল মোছার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে নরম তন্তুর তোয়ালে। শক্ত তোয়ালের জন্যও চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুনযেভাবে চিয়া সিড খেলে চুল পড়া কমবে১২ মে ২০২৫ভেজা চুল আঁচড়ালে চুল ছিঁড়ে বা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত নিবন্ধ