ঝড়ে উপড়ে পড়া গাছে ট্রেনের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
Published: 29th, May 2025 GMT
সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেতরে ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগেছে। আজ বৃহস্পতিবার সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৯টায় লাউয়াছড়া বনে পৌঁছালে ঝড়ে উপড়ে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের দুর্ঘটনা না ঘটায় রক্ষা পেল শতাধিক যাত্রী। পরে বন বিভাগ ও রেলওয়ের কর্মীরা পড়ে থাকা গাছ ও ডালপালা কেটে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে বৃষ্টিপাতে লাউয়াছড়া বনের ভেতর রেললাইনের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে। সকালে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময়ে রেললাইনে উপড়ে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান শতাধিক যাত্রী।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে কালনী এক্সপ্রেস ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেললাইন থেকে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি বাঁকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে ট্রেনের প্রায় ২০ মিনিট সময় বিলম্ব হয়।
গাছ পড়ার বিষয়ে বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল বলেন, আমরা খবর পেয়ে রেললাইনে পড়া গাছ ও ডালপালা কেটে সরাতে কাজ করি। লাউয়াছড়ায় অনেক গাছ পুরোনো রয়েছে। বৃষ্টি হলে মাটি দেবে গিয়ে সেগুলো উপড়ে পড়ে যায়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন