ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শপথে বিলম্ব সহ্য করা হবে না, নগরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন আরো বেগবান করা হবে।
বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন সকাল থেকে ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন। বৃষ্টির মধ্যেও তা অব্যাহত ছিল।
ইশরাক হোসেন বলেছেন, “নির্বাচন কমিশনের ঘোষণার পরপরই শপথ অনুষ্ঠান আয়োজন করা উচিত ছিল। এখন সর্বোচ্চ আদালতের নির্দেশ মাথায় তুলে নিতে হবে। বিলম্ব করলে আদালত অবমাননার দায় সরকারকেই নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, সরকার একজন বৈধ মেয়রকে শপথ পড়াতে পারছে না, এটা যেমন উদ্বেগজনক, তেমনই ভবিষ্যতে জাতীয় সংসদের সদস্যদের শপথ নিয়েও জনগণের মনে প্রশ্ন উঠবে। আমরা সবকিছু আইনানুগভাবে করেছি। কিন্তু, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ও প্রশাসনের কর্মকর্তা আমার সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছেন, কারণ আমি বিএনপির প্রার্থী।”
ইশরাক অভিযোগ করেন, শপথ বিলম্বের কারণে নগর ভবনের কার্যক্রম দুই সপ্তাহ ধরে অচল হয়ে পড়েছে।
তিনি বলেন, “আপনাদের কোনো এখতিয়ার নেই সিটি করপোরেশনের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়ার। আমরা শান্তিপূর্ণভাবে আইনি অবস্থান নিয়েছি, এখন সময় এসেছে রায় কার্যকরের।”
সমর্থকরা এ সময় ইশরাককে ফুলের মালা পরিয়ে ও পাপড়ি ছিটিয়ে বরণ করেন। তাকে শুভেচ্ছা জানায় ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজকল্যাণ সমিতি এবং পরিবহন শ্রমিক ইউনিয়ন।
গত ১৪ মে থেকে নগর ভবনের ফটকে তালা দিয়ে আন্দোলন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর ফের কর্মসূচি শুরু করা হয়। এতে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা নাগরিকরা।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন এবং মেয়রের দায়িত্ব পালন করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন এ ফলকে চ্যালেঞ্জ করে ৩ মার্চ আদালতের দ্বারস্থ হন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল তাপসকে অপসারণ করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এর পর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। সেই গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল আজ আপিল বিভাগ খারিজ করে দেয়।
ইশরাক হোসেন বলেছেন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা থাকলে আর সময়ক্ষেপণ করা যাবে না। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করতে হবে। নয়তো জনগণই এর জবাব দেবে।
ঢাকা/এএএম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইশর ক হ স ন নগর ভবন সরক র
এছাড়াও পড়ুন:
শ্রাবণের মেঘগুলো
২ / ১০শ্রাবণের মেঘগুলো আকাশে জড়ো হয়েছে