ভারতকে দোষারোপ করলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না: দিল্লি
Published: 29th, May 2025 GMT
বাংলাদেশের প্রশাসনিক বিষয়গুলো সামলানোর দায়িত্ব দেশটির সরকারের। এসব বিষয়ে ভারতকে দোষারোপ করলে সমস্যার সমাধান হবে না। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেছেন, “বাংলাদেশ সরকারকে আমি বলব তাদের দেশের গভর্ন্যান্স বা প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব তাদেরই। অন্য দেশকে দোষারোপ করলে সমস্যার সমাধান হবে না।”
সম্প্রতি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন।’
এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “এমন পরিস্থিতিতে, যদি কেউ বলে যে বাইরের কারণ বা অন্য কেউ এই অস্থিরতার জন্য দায়ী, তাহলে মনে হচ্ছে তারা আসল সমস্যা থেকে মনোযোগ সরিয়ে অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই ধরনের বক্তব্য সমস্যার সমাধান করে না; এগুলি জবাবদিহিতা এড়ানোর প্রচেষ্টা বলে মনে হয়।”
জয়সওয়াল বাংলাদেশে দ্রুত নির্বাচনের বিষয়েও কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের উচিত দ্রুততম সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করা।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।