বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলের সাগর উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের তুলনায় ৪-৫ ফুট উচ্চতার ঢেউ সৈকতে আছড়ে পড়ছে। এতে সমিতিপাড়া-ডায়াবেটিক হাসপাতাল ও কবিতা চত্বর পয়েন্ট পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে ঝাউবাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সাগর উত্তাল থাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে সৈকতে পর্যটকদের গোসলে নামা নিষিদ্ধ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মো.

আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা গেছে, কয়েক শ পর্যটক সৈকতের বালুচরে দাঁড়িয়ে উত্তাল সাগর দেখছেন। সেখানে লাল নিশানা টাঙিয়ে গোসল নিষিদ্ধ করা হয়েছে। লাইফগার্ড ও পর্যটন পুলিশ মাইকিং করে সতর্কতা প্রচার করছেন।

বৈরী আবহাওয়ার কারণে জেটস্কিসহ গভীর সমুদ্রে ঘুরে দেখার দ্রুতগামী জলযান নামানো হয়নি। পর্যটক না থাকায় অলস সময় কাটাচ্ছেন আলোকচিত্রী, ঘোড়ার পরিচর্যাকারীসহ সৈকতকেন্দ্রিক অন্য কর্মীরা। লাবণী ও কলাতলী পয়েন্টেও লাল নিশানা টাঙিয়ে গোসল বন্ধ রাখা হয়েছে। কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকতে কাজ করছেন বেসরকারি ‘সি-সেফ’ প্রতিষ্ঠানের ২৫ জন কর্মী।

সুগন্ধা পয়েন্টে দায়িত্বে থাকা লাইফগার্ড মোহাম্মদ শুক্কুর প্রথম আলোকে বলেন, সকাল ৯টার দিকে জোয়ার শুরু হয়। ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বেশি। মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতিতে সৈকতে পর্যটকের সংখ্যা কমে গেছে। কিছু পর্যটক সাগরে নামার চেষ্টা করলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।

জোয়ারের ধাক্কায় বিলীন হচ্ছে সৈকতের ঝাউগাছ। আজ দুপুরে সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত নিবন্ধ