গাজীপুরে নিসর্গ রিসোর্টে পেট্রোল বোমা হামলা
Published: 29th, May 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জে নিসর্গ রিসোর্টে পেট্রোল বোমা হামলা করা হয়েছে। সোমবার (২৬ মে) দিবাগত রাত এবং মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার কুচলিবাড়ি অঞ্চলে এ হামলা হয়। এ ঘটনা প্রথমে গোপন থাকলেও বুধবার (২৮ মে) রাতে মামলার মাধ্যমে প্রকাশ্যে আসে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিলন মিয়া। তিনি জানান, নিসর্গ রিসোর্টের দায়িত্বে থাকা আব্দুল ওয়াদুদ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন।
তিনি আরো জানান, “তদন্ত কাজ চলমান রয়েছে। বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
আরো পড়ুন:
অভয়নগরে ১৯ বাড়িঘরে লুটপাট-আগুন: পাঁচ দিন পর মামলা, আটক ৩
শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
মামলার এজাহারে বলা হয়, সোমবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে রিসোর্টের পূর্বপাশে একটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার (২৭ মে) ভোরে দ্বিতীয় বোমা রিসোর্টের একটি দোতলা ভবনের লবিতে বিস্ফোরিত হয়। দ্বিতীয় বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটলেও কর্তব্যরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ক্ষয়ক্ষতি হয়নি।
এজাহারে আরো বলা হয়েছে, ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা দুটি তরল পদার্থ ভর্তি কাঁচের বোতল, ভাঙা কাঁচ এবং একটি প্লাস্টিকের জারিকেন উদ্ধার করা হয়েছে। ঘটনার আগে রিসোর্টের পাশের কাঁঠাল বাগানে অজ্ঞাত দুর্বৃত্তরা গোপন বৈঠক করে। ধারণা করা হচ্ছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
নিসর্গ রিসোর্ট গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন, যার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ঢাকা/রফিক/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে