তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে বিএসআরএফ’র উদ্বেগ
Published: 30th, May 2025 GMT
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাবেক সভাপতি তপন বিশ্বাস, প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক আজমল হক হেলাল এবং কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়কে চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএসআরএফ।
শুক্রবার (৩০ মে) বিএসআরএফের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক মাসউদুল হক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা শুধু ব্যক্তিগত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং সুস্থ কর্মপরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করার ক্ষেত্রে যথাযথ কারণ, ব্যাখ্যা, শ্রম আইন ও ন্যায্যতা অনুসরণ করা আবশ্যক। অন্যথায়, এটি হয়রানি ও ভীতির উদাহরণ হয়ে উঠতে পারে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।
বিএসআরএফ নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে বলেছেন, অবিলম্বে তিন সাংবাদিককে পুনর্বহাল করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পেশাগত নীতিমালা ও মানবিক দিক বিবেচনায় নিতে হবে। বিএসআরএফ একটি অরাজনৈতিক ও পেশাদার সাংবাদিকদের সংগঠন। বিএসআরএফ সব সময়ই সদস্যদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে পাশে আছে এবং থাকবে।
ঢাকা/এএএম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ কর চ য ত
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী