আ.লীগ নেতার থেকে চাঁদা দাবি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার, ভিডিও ভাইরাল
Published: 30th, May 2025 GMT
গাজীপুরের টঙ্গীতে আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার বাড়ি গিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে মধুমিতা শেরে বাংলা রোডে অবস্থিত আওয়ামী লীগ নেতা আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে তাঁর স্ত্রী শিরিন আক্তার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শিরিন আক্তার ঘটনার জন্য দায়ী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানা কমিটির পাঁচ নেতাকে। এরা হলেন– ওই কমিটির সদস্য সচিব আকাশ খান (২২); সদস্য ইমতিয়াজ শুভ (২২), মোক্তার (২০), ইফতেখার (২১), আফি (২০) ও পিয়াস ঘোষ প্রিন্সকে (২২)।
বৃহস্পতিবার রাতে থানা চত্বরে আকাশ খানকে স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে তাঁর মোবাইল ফোন নম্বর বন্ধ। ভিডিওতে কয়েকজন ব্যক্তি আকাশ খানকে একাধিকবার জিজ্ঞাসা করতে শোনা যায়, ‘তোমরা আমাদের কাছে চারটা মামলার জন্য পাঁচ লাখ করে মোট ২০ লাখ টাকা চাঁদা চাওনি?’ এ সময় ক্যামেরার সামনে কোনো কথা বলেননি আকাশ খান।
আওয়ামী লীগ নেতা আবুল হোসেন দলের গাজীপুর মহানগরের ৫৬ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। থানায় দেওয়া লিখিত অভিযোগে তাঁর স্ত্রী শিরিন আক্তার উল্লেখ করেন, বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে টঙ্গীর মধুমিতা শেরে বাংলা রোড এলাকায় অবস্থিত তাদের বাসায় যান কয়েকজন যুবক। তারা জানায়, আবুল হোসেনের নামে একাধিক মামলা রয়েছে। এ সময় নগদ ২৬ হাজার টাকা আদায় করেন তারা। ওই ছাত্রনেতারা বৃহস্পতিবার রাত দশটার মধ্যে আরও ২০ লাখ টাকা চাঁদা না দিলে চারটি মামলায় আসামি করে গ্রেপ্তার করানোর ভয় দেখান।
শিরিন আক্তারের ভাষ্য, ‘আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। ওরা আমার স্বামী ও আমাদের পুলিশে ধরিয়ে দেওয়ার কথা বলে নগদ ২৬ হাজার টাকা নিয়ে যায়। আরও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
বক্তব্য জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানা কমিটির আহ্বায়ক গৌরব খানের মোবাইল ফোনে দফায় দফায় কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে তারা এমন একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: কম ট র
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ