বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু, পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধদের
Published: 30th, May 2025 GMT
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উপজেলা পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কামরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ বিপুল (৩০)। তিনি উপজেলার পঞ্চবীর এলাকার মো.
আহত ব্যক্তিরা হলেন মো. মোতালেব (৪০) ও মো. বাদল (৩৫)। তাঁরা দুজন একই কার্যালয়ের লাইনম্যান। তাঁরা দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলার বাউসী এলাকায় পল্লী বিদ্যুতের লাইনের সমস্যা হয়। খবর পেয়ে ওই তিনজন লাইন মেরামত করতে যান। ওই লাইনের সঙ্গেই পিডির লাইনের তারও ছিল। পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় পিডির লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যুর হয়। অন্য দুজন গুরুতর আহত হন। বিপুলের মৃত্যুর খবরে তাঁর এলাকার লোকজন একত্র হয়ে উপজেলা পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান প্রথম আলোকে বলেন, একজনের মৃত্যুর খবর পেয়ে লোকজন পল্লী বিদ্যুতের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তাঁরা অফিসের নিরাপত্তা প্রহরীকে মারধর করেছেন। এ ছাড়া দুটি মোটরসাইকেল ও সাতটি জানালা ভাঙচুর করেছেন। সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ইনম য ন পর স থ ত র ল ইন উপজ ল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন