বসতবাড়ি থেকে ৬৪ বস্তা সরকারি চাল উদ্ধার, পালালেন ব্যবসায়ী
Published: 31st, May 2025 GMT
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে ভিজিডি ও ভিজিএফের জন্য বরাদ্দকৃত ৬৪ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। আজ শনিবার ভোরে ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া কচুয়ার মোড় এলাকা থেকে এসব বস্তায় মোট ২ হাজার ৭৬০ কেজি চাল জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি।
ওই ব্যবসায়ীর নাম আইনাল হক। তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ওই বাড়িতে সরকারি চাল মজুত রাখা হয়েছে, এমন খবরে অভিযান চালায় পুলিশ। পরে আজ ভোরে ৫০ কেজি চালের সরকারি সিলযুক্ত ২০ বস্তা ও ৪৪টি আলাদা বস্তায় ৪০ কেজি করে মোট ২ হাজার ৭৬০ কেজি চাল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আইনাল হক।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকনুজ্জামান বলেন, সরকারিভাবে বিতরণের জন্য ভিজিডি ও ভিজিএফ প্রকল্পের এসব চাল হয়তো কারও কাছ থেকে কিনে মজুত করা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আইনাল পালিয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছে। এসব চাল কীভাবে সেখানে গেল এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
শরীয়তপুরে বালতি থেকে ককটেল ছুড়তে ছুড়তে সংঘর্ষ, বিস্ফোরণ
একদল তরুণ ও যুবক বালতি হাতে দৌড়াচ্ছেন। কিছু একটা তুলছেন আর ছুড়ে মারছেন। বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছে। ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া চলছে।
শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারীকান্দি গ্রামে এভাবে ৬০-৭০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ রোববার সকালে বিবদমান দুই পক্ষের আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
এর আগে এ বছরের ৫ এপ্রিল ঠিক একইভাবে বিলাসপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল।
জাজিরা থানা সূত্র জানায়, জাজিরার বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন ব্যাপারী এবং একই এলাকার তাইজুল ইসলাম ছৈয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ আছে। দুজনই বিলাসপুরের চেরাগ আলী ব্যাপারীকান্দি গ্রামের বাসিন্দা। নাসির উদ্দিন বিলাসপুরের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং তাইজুল স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল জলিল মাতবরের সমর্থক।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ ওই দুই পক্ষের লোকজন গ্রামের দুটি স্থানে অবস্থান নিয়ে একে অপরের ওপর ককটেল ছুড়ে মারেন। তাঁরা দুই পক্ষের সমর্থকদের বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় দুই পক্ষের লোকজন অন্তত ৬০-৭০টি ককটেলের বিস্ফোরণ ঘটান। ওই ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন।
দুই পক্ষের সমর্থকদের বসতবাড়িতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে