পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। গতকাল সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে পেশিতে চোট পাওয়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে বিসিবি।

কাল নিজের প্রথম ওভারে বোলিং করতে এসেই চোটে পড়েন শরীফুল। এরপর আর মাঠে নামনেনি। ব্যাটিংও করতে পারেননি। শরীফুলের ওভারটি শেষ করতে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন শামীম হোসেন।

আরও পড়ুনফারুক আহমেদকে অপসারণের ঘটনায় যা বললেন হাথুরুসিংহে৪৭ মিনিট আগে

কাল শরীফুলের চোটের ধরন দেখেই বোঝা যাচ্ছিল এই ম্যাচে আর খেলতে পারবেন না। ছিটকে যেতে পারেন সিরিজ থেকেও। পরে এমআরআই ও অন্যান্য পরীক্ষাতে মাংসপেশিতে গ্রেড ১ চোট ধরা পড়ে। তাই আগামীকাল সিরিজের শেষ ম্যাচে শরীফুল খেলতে পারবেন না।

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, ‘লাহোরে শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যানসহ পরবর্তী পরীক্ষায় শরীফুলের ডান পাশের রেকটাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড ১ মাত্রার টান ধরা পড়েছে।’

দেলোয়ার যোগ করেন, ‘এই চোটের কারণে শরীফুলকে আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য দলে বিবেচিত হবেন না, যেন তিনি যথাযথভাবে সুস্থ হতে পারেন এবং বিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারেন।’
তিন ম্যাচের এই সিরিজে এরই মধ্যে ২–০ ব্যবধানে হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আধ ঘণ্টা পর সায়েন্স ল্যাব মোড় থেকে সরলেন শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। প্রায় আধ ঘণ্টা এই অবরোধ চলে।

আজ বুধবার বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারী শিক্ষার্থীরা সাত কলেজের বলে জানা গেছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা সংবাদ ব্রিফিং করার পর সড়ক ছাড়েন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পর্কিত নিবন্ধ