পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। গতকাল সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে পেশিতে চোট পাওয়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে বিসিবি।
কাল নিজের প্রথম ওভারে বোলিং করতে এসেই চোটে পড়েন শরীফুল। এরপর আর মাঠে নামনেনি। ব্যাটিংও করতে পারেননি। শরীফুলের ওভারটি শেষ করতে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন শামীম হোসেন।
আরও পড়ুনফারুক আহমেদকে অপসারণের ঘটনায় যা বললেন হাথুরুসিংহে৪৭ মিনিট আগেকাল শরীফুলের চোটের ধরন দেখেই বোঝা যাচ্ছিল এই ম্যাচে আর খেলতে পারবেন না। ছিটকে যেতে পারেন সিরিজ থেকেও। পরে এমআরআই ও অন্যান্য পরীক্ষাতে মাংসপেশিতে গ্রেড ১ চোট ধরা পড়ে। তাই আগামীকাল সিরিজের শেষ ম্যাচে শরীফুল খেলতে পারবেন না।
জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, ‘লাহোরে শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যানসহ পরবর্তী পরীক্ষায় শরীফুলের ডান পাশের রেকটাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড ১ মাত্রার টান ধরা পড়েছে।’
দেলোয়ার যোগ করেন, ‘এই চোটের কারণে শরীফুলকে আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য দলে বিবেচিত হবেন না, যেন তিনি যথাযথভাবে সুস্থ হতে পারেন এবং বিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারেন।’
তিন ম্যাচের এই সিরিজে এরই মধ্যে ২–০ ব্যবধানে হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এমআরআইয়ের অপেক্ষায় সোহান-শরিফুল
মাঠে ফিল্ডিংয়ের সময় গোড়ালি মচকে চরম ব্যথা পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। একই অবস্থা শরিফুল ইসলামের। তার হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে। দুজনকেই পর্যবেক্ষণে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
সকালে দলের সঙ্গে ঢাকা আসেননি তারা। আলাদা ব্যবস্থায় তাদের দুজনকে আজ বিকেলে বা সন্ধ্যায় ঢাকা আনা হবে। আগামীকাল ঢাকায় দুজনের এমআরআই করানোর পর চোট সম্পর্কে পুরোপুরি জানতে পারবে বিসিবির মেডিকেল বিভাগ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১১তম ওভারে চোট পান সোহান। তার বাম পায়ের গোড়ালি মচকে যায়। ব্যথায় মাঠেই কাতরাতে থাকেন তিনি। চোটের পর তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা, এক্স রে করানোর পর প্ল্যাস্টার করানো হয়। রাতেই হাসপাতাল থেকে হোটেলে ফেরেন এই ক্রিকেটার। সোহানের যে চোট তাতে তার মাঠে ফিরতে সময় লাগবে বলেই ধারনা করা হচ্ছে। অন্তত ৫ সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া। এখন অবস্থান করছেন চট্টগ্রামে।
একই ম্যাচে শরিফুল ২ ওভার করার পর তার হ্যামস্ট্রিংয়ে টান পড়ে। আজ ঢাকায় ফেরার পর আগামীকাল তাদের এমআরআই করানো হবে।
ঢাকা/ইয়াসিন