ছাত্র আন্দোলন: যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গেন্দু গ্রেপ্তার
Published: 31st, May 2025 GMT
শেরপুরের নকলা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক মামলায় চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ওরফে গেন্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) বিকেলে তাকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আটক করে নকলা থানায় নেয়া হয়। পরে শেরপুর সদর থানায় তাকে হস্তান্তর করা হয়।
তিনি আওয়ামী সরকারের আস্থাভাজন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো.
আরো পড়ুন:
দর্শনা চেকপোস্টে স্ত্রীসহ আ.লীগ নেতা আটক
তিন জেলায় পানিতে ডুবে ৭ শিশুর মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গেন্দু চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নকলা উপজেলা যুবলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ছাত্র আন্দোলনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘চেয়ারম্যান গেন্দু আমাদের মিছিলে হামলার সময় শর্টগান ও দেশীয় অস্ত্রসহ উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সরাসরি নেতৃত্ব দিয়েছেন।’’
তিনি আরো বলেন, ‘‘তার গ্রেপ্তারে আমরা খুশি। তাকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হোক।’’
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘‘কামরুজ্জামান গেন্দু ছাত্র আন্দোলন দমনে সহিংস ভূমিকা রেখেছেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।’’
ঢাকা/তারিকুল/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল