নরসিংদীতে সন্ত্রাসী আলী হোসেন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
Published: 31st, May 2025 GMT
নরসিংদীর শিবপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের হোতা মোহাম্মদ আলী হোসেন ওরফে আলী (২৮) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
শনিবার (৩১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানার এসআই রেজাউল ও এসআই সাদেকের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে ধানুয়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আলী হোসেন শিবপুরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছয়টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ সব মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মোহাম্মদ আলী হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, অস্ত্র ব্যবহার এবং ভাড়াটে খুনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
আরো পড়ুন:
ছাত্র আন্দোলন: যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গেন্দু গ্রেপ্তার
২২ দিনের শিশুকে হত্যা করে থানায় জিডি, গ্রেপ্তার ৪
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আলী হোসেন দুর্ধর্ষ ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলার প্রস্তুতি চলছে।
নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) মো.
ঢাকা/হৃদয়/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তিন কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।
এ বিশেষ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এখন দেশে থেকেই মালয়েশিয়ার ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস রাজধানীর বনানীতে অবস্থিত। এটি মালয়েশিয়া ও আন্তর্জাতিক শিক্ষকদের সমন্বয়ে বৈশ্বিক পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত।
এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থীরা ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পেতে পারেন, যা নির্ধারিত হবে তাঁদের এইচএসসি, সমমান ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং একটি বিনা মূল্যের অনলাইন প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে। এই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাঁদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের পথ উন্মুক্ত করতে পারবেন।
শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে প্লেসমেন্ট টেস্টে অংশ নিতে পারবেন নিম্নলিখিত লিংকে: https://ucsi-scholarship-form.web.app/
বিস্তারিত তথ্য, ভর্তিপ্রক্রিয়া ও প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://www.bangladesh.ucsiuniversity.edu.my/