গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাককে চলন্ত একটি মিনি ট্রাক পিছনে থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান চলন্ত ট্রাকের চালক। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চালকের সহকারীকে উদ্ধার করে (হেলপার) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সড়কের পাশে মিনি ট্রাকটি দাঁড়ানো ছিল। ট্রাকের পাশেই গাড়ির ড্রাইভার ও হেলপার দাঁড়িয়ে ছিলেন। হটাৎ পিছনে থেকে একটি মিনি ট্রাক দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই ট্রাকের ড্রাইভার মারা যায়। এসময় স্থানীয়রা এসে ট্রাকের হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির জন্য পাঠিয়ে দেন। তার অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোজাফফর হোসেন বলেন, “দুর্ঘটনায় ট্রাকের চালক মারা গেছে। আহত হেলপারকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে, তাদের নাম জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

ঢাকা/মাসুম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ