একেতো গরম তারপর মাঝে মধ্যেই বৃষ্টি হানা দিচ্ছে। কিন্তু আনন্দ আর ত্যাগের মহিমা নিয়ে দুয়ারে হাজির হয়েছে কুরবানির ঈদ। পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ এনে দেয় এই উৎসব। নানা রকম ব্যস্ততার ভিড়ে চুলগুলোর দিকে নজর দিতে ভুলবেন না যেন।   
চুলে নতুন কাট দিতে পারেন। শোভন’স মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা গণমাধ্যমকে বলেন, ‘‘গরমে চুলে বব, মিডি বব, ব্ল্যান্ট, ডায়ানা কিংবা পিক্সি কাট দেওয়া যেতে পারে।’’
গরমে স্বস্তির খোঁজে সাইড বান, মেসি বান, পনিটেল, বাবলি পনিটেল, সিঙ্গেল ব্রেইড অথবা খোঁপা করলে স্বস্তি পেতে পারেন।
আরো পড়ুন:
মাসিকে কম রক্তপাত হওয়া কি খারাপ
ছুটির দিনে ত্বকের যত্নে ঘরেই করুন ‘ফ্রুট ফেসিয়াল’
চলতি ধারায় যে স্টাইল জনপ্রিয়: এই সময় চুল ব্লো-ড্রাই করে রাখার চল জনপ্রিয়তা পেয়েছে। আপনার চুলেও যদি এই কাট থাকে পুরো চুল ফুলিয়ে নিয়ে সেট করে নেওয়ার চেষ্টা করতে পারেন। লেপটে বা সোজাসাপটাভাবে চুল আঁচড়ে বেঁধে রাখার রেওয়াজটাই কিন্তু জনপ্রিয়।
এক পাশে সিঁথি করে ঢেউখেলানো চুলসজ্জা: ঈদের দিন লম্বা চুলে এক পাশে সিঁথি করেও চুল সাজিয়ে নিলে ভালো লাগবে। এজন্য প্রথমে চুল ভালো করে আঁচ়ড়ে এক পাশে সিঁথি করে নিন।তারপর অন্য পাশের সব চুল কাঁধের একপাশে এনে ববি পিনের সাহায্যে আটকে দিতে হবে। এ বার এক পাশে চুলে আসা সমস্ত চুলে অল্প অল্প করে নিয়ে স্ট্রেটনার অথবা কার্লারের সাহায্যে ঢেউ খেলান। ব্যাস, আপনার চুল কিন্তু রেডি।
অর্ধেক খোলা, অর্ধেক বাঁধা: ঈদের দিন যে পোশাক পরবেন তার সঙ্গেও মিলিয়ে নিতে পারেন চুলের সাজ। শাড়ি, চুড়িদার, লেহঙ্গার সঙ্গে অর্ধেক খোলা, অর্ধেক বাঁধা চুলের সাজ ভালো লাগবে। চুল ভালো করে আঁচড়ে নিয়ে মাঝখানে সিঁথি করে নিন। তারপর চুলের উপরের কিছু অংশ নিয়ে পিছন দিক থেকে পনিটেলের মতো করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলুন। এবার ওই বাঁধা অংশের চুলগুলো রাবার ব্যান্ডের ভেতর দিয়ে উল্টো করে পাক খাইয়ে নিন। কপালের উপরের চুলগুলো চিরুনির সাহায্যে একটু ফুলিয়ে-ফাঁপিয়ে নিতে পারেন।
যারা স্লিক পনিটেল করতে চান তারা চুল পেছনে বাঁধার সময় আলগা করে বাঁধুন। এবং মাথার সামনের বেবিহেয়ারগুলো ঢাকতে সেরাম ব্যবহার করতে পারেন।
শাড়ি, সালোয়ার-কামিজের সঙ্গে দুই বেণি, এক বেণি, ফ্রেঞ্চ বেণি, খেজুর বেণিও করে নিতে পারেন। ফেলে আসা দিনের আবেদন কিন্তু ফুরাইনি এখনও।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর যত ন চ ল র যত ন এক প শ অর ধ ক
এছাড়াও পড়ুন:
ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার
ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। একজন ফিলিস্তিনি বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের-ইয়েরুশালমি। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী।
জানা যায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিখোঁজ ছিলেন।
ওই ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে একটি কুকুর রয়েছে। তাঁরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুনফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ০১ নভেম্বর ২০২৫অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নউর ওদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলে ‘রাজনৈতিক ও আইনি ঝড়’ তৈরি করেছে। তবে আটক হওয়া ব্যক্তির ওপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন‘স্বপ্ন ছিল বুকে জড়িয়ে ধরার, এখন আশা দাফনটা যদি অন্তত করতে পারি’২ ঘণ্টা আগে