আইএফআইসি ব্যাংকের কিশোরগঞ্জের কুলিয়ারচর শাখার সব কর্মকর্তা-কর্মচারী আজ রোববার কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁরা সবাই বমি করছিলেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে তাঁদের হাসপাতালে নিয়ে যান।

পুলিশের ধারণা, ব্যাংক লুট করতে অপরাধী চক্র কর্মকর্তা–কর্মচারীদের কোনো কিছু প্রয়োগ করে অচেতন করে থাকতে পারেন। টাকা লুটেরও আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, কুলিয়ারচরের থানা সড়কের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের শাখাটির অবস্থান। তিন বছর আগ থেকে সেখানে শাখাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেখানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছয়জন। আজ বেলা একটার দিকে কয়েকজন গ্রাহক গিয়ে দেখতে পান প্রধান ফটকের সামনে একজন পড়ে আছেন। ভেতরে অন্যরাও যাঁর যাঁর অবস্থানে পড়ে ছিলেন। তাঁরা সবাই বমি করছিলেন। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেখতে পান ক্যাশ কাউন্টারের সামনের কাচ ভাঙা। ছয়জনের মধ্যে শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদের নেওয়া হয় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদনান আক্তার বলেন, দুজনের মধ্যে ব্যবস্থাপককে আগে হাসপাতালে আনা হয়। তিনি অচেতন ছিলেন। হাসপাতালে আনার পর দুজনই বমি করেন। তাঁদের ধারণা, বিশেষ ওষুধ প্রয়োগের মাধ্যমে তাঁদের অচেতন করা হয়ে থাকতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

হেলাল উদ্দিন। তিনি বলেন, কারা, কেন এবং কীভাবে ঘটনা ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল য় রচর কর মকর ত

এছাড়াও পড়ুন:

আইএফআইসি ব্যাংকের ব্যবসায় সম্মেলন

বেসরকারি আইএফআইসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ১ হাজার ৪১৪টি শাখা–উপশাখার প্রতিনিধিরা যোগ দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক। এ ছাড়া ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা দিলিপ কুমার মন্ডলসহ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও দেশের ১৮৯টি শাখার ব্যবস্থাপকেরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকে সুশাসন নিশ্চিত হওয়ায় গ্রাহকদের মাঝে আস্থা ফিরে এসেছে। ইতিমধ্যে ব্যাংকের আমানতের পরিমাণ বেড়ে ৫১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। 

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ব্যাংককে টেকসই করে তুলতে স্থায়ী প্রবৃদ্ধি অর্জন ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। 

অনুষ্ঠানে বক্তারা প্রথম প্রজন্মের ব্যাংক হিসেবে আইএফআইসির শক্তিশালী ভিত্তিগুলো নিয়ে আলোচনা করেন। 

সম্পর্কিত নিবন্ধ

  • পার্বতীপুরে যুবদল-এনসিপির সংঘর্ষে ছয়জন আহত
  • আইএফআইসি ব্যাংকের ব্যবসায় সম্মেলন