বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হয়েছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে পেয়ে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম হলো ক্রিকেটের বিকেন্দ্রীকরণ।

সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল বলেন, ‘জাতীয় দলের পারফরম্যান্স উন্নয়ন অবশ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে ডেভেলপমেন্টের দিক থেকে এক নম্বর অগ্রাধিকার হলো ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া।’

এই লক্ষ্য সামনে রেখে শিগগিরই পাইলট প্রকল্প হিসেবে রাজশাহী ও চট্টগ্রামে দুটি সেন্টার চালু করার পরিকল্পনা রয়েছে বিসিবির। বুলবুল জানান, ‘আমরা আপাতত বড় বিভাগগুলোতে ক্রিকেট নিয়ে যাচ্ছি। যেখানে থাকবে একেকটি মিনি বিসিবি। অর্থাৎ স্থানীয় সংগঠক, কোচ, ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো মিলিয়ে বোর্ডের মতো একটি পূর্ণাঙ্গ ইউনিট থাকবে।’

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন তিনি, ‘আমরা ২৫ বছর পিছিয়ে আছি। টেস্ট মর্যাদা পাওয়ার সময়ই বলেছিলাম, আমরা ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে এবার সিরিয়াস। উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথাও বলেছি।’

বাংলাদেশে ক্রিকেট অবকাঠামোর সীমাবদ্ধতা দীর্ঘদিনের। দেশের বিভিন্ন স্টেডিয়াম আছে, কিন্তু সেগুলোর সঠিক ব্যবহার নেই। এ বিষয়ে বুলবুল বলেন, ‘আমাদের যে মাঠ বা ভেন্যু রয়েছে, সেগুলো পুনর্ব্যবহারযোগ্য ও খেলা আয়োজন করার মত উপযোগী করে তোলাই এখন মূল লক্ষ্য। যেসব মাঠ অব্যবহৃত পড়ে আছে, সেগুলো নিয়মিত ব্যবহারে আনা গেলে অনেক ঘাটতি পূরণ সম্ভব।’

জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষণায় বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল। সাবেক এই অধিনায়ক বাংলাদেশের প্রথম টেস্ট দলের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে আইসিসি ও এসিসিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবহ

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ