বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হয়েছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে পেয়ে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম হলো ক্রিকেটের বিকেন্দ্রীকরণ।

সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল বলেন, ‘জাতীয় দলের পারফরম্যান্স উন্নয়ন অবশ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে ডেভেলপমেন্টের দিক থেকে এক নম্বর অগ্রাধিকার হলো ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া।’

এই লক্ষ্য সামনে রেখে শিগগিরই পাইলট প্রকল্প হিসেবে রাজশাহী ও চট্টগ্রামে দুটি সেন্টার চালু করার পরিকল্পনা রয়েছে বিসিবির। বুলবুল জানান, ‘আমরা আপাতত বড় বিভাগগুলোতে ক্রিকেট নিয়ে যাচ্ছি। যেখানে থাকবে একেকটি মিনি বিসিবি। অর্থাৎ স্থানীয় সংগঠক, কোচ, ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো মিলিয়ে বোর্ডের মতো একটি পূর্ণাঙ্গ ইউনিট থাকবে।’

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন তিনি, ‘আমরা ২৫ বছর পিছিয়ে আছি। টেস্ট মর্যাদা পাওয়ার সময়ই বলেছিলাম, আমরা ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে এবার সিরিয়াস। উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথাও বলেছি।’

বাংলাদেশে ক্রিকেট অবকাঠামোর সীমাবদ্ধতা দীর্ঘদিনের। দেশের বিভিন্ন স্টেডিয়াম আছে, কিন্তু সেগুলোর সঠিক ব্যবহার নেই। এ বিষয়ে বুলবুল বলেন, ‘আমাদের যে মাঠ বা ভেন্যু রয়েছে, সেগুলো পুনর্ব্যবহারযোগ্য ও খেলা আয়োজন করার মত উপযোগী করে তোলাই এখন মূল লক্ষ্য। যেসব মাঠ অব্যবহৃত পড়ে আছে, সেগুলো নিয়মিত ব্যবহারে আনা গেলে অনেক ঘাটতি পূরণ সম্ভব।’

জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষণায় বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল। সাবেক এই অধিনায়ক বাংলাদেশের প্রথম টেস্ট দলের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে আইসিসি ও এসিসিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবহ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ