বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো ঘরের মাঠে খেলতে ঢাকায় পা রেখেছেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সোমবার (২ জুন) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রথমে সকাল ১০টা ৩০ মিনিটে তার অবতরণের কথা থাকলেও ফ্লাইট বিলম্বে তিনি পৌঁছান ১০টা ৫৫ মিনিটে। সেখান থেকে সরাসরি জাতীয় দলের হোটেলে যোগ দেন। চলতি বছরের মার্চে ভারতের শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।

আগামী ১০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের 'সি' গ্রুপে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। তার আগে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ভুটানের বিপক্ষে। তবে হামজা কোন ম্যাচে খেলবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজাকে ম্যাচ ফিট করার পরিকল্পনা রয়েছে। তবে ভুটান ম্যাচে তাকে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং—চার দলেরই পয়েন্ট সমান ১। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে গ্রুপের শীর্ষে উঠে যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।

এই লক্ষ্য সামনে রেখে চলছে দলের ঘাম ঝরানো প্রস্তুতি। জামাল ভূঁইয়ার নেতৃত্বে দুই দিন অনুশীলন সম্পন্ন করেছে দল, রোববার ছিল দ্বিতীয় দিনের সেশন। সোমবার তৃতীয় দিনের প্রস্তুতি সেশন অনুষ্ঠিত হচ্ছে একই ভেন্যুতে।

এদিকে ইতোমধ্যে প্রবাসী ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম ইতালি থেকে ঢাকায় এসে অনুশীলনে যোগ দিয়েছেন। বুধবার আসছেন কানাডাপ্রবাসী শমিত সোমও। ২৬ সদস্যের প্রাথমিক দলে এই তিন বিদেশফেরত ফুটবলারের দিকে রয়েছে বিশেষ নজর।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা
  • জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির
  • গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া