প্রথমবার দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা চৌধুরী
Published: 2nd, June 2025 GMT
বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো ঘরের মাঠে খেলতে ঢাকায় পা রেখেছেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সোমবার (২ জুন) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রথমে সকাল ১০টা ৩০ মিনিটে তার অবতরণের কথা থাকলেও ফ্লাইট বিলম্বে তিনি পৌঁছান ১০টা ৫৫ মিনিটে। সেখান থেকে সরাসরি জাতীয় দলের হোটেলে যোগ দেন। চলতি বছরের মার্চে ভারতের শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।
আগামী ১০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের 'সি' গ্রুপে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। তার আগে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ভুটানের বিপক্ষে। তবে হামজা কোন ম্যাচে খেলবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজাকে ম্যাচ ফিট করার পরিকল্পনা রয়েছে। তবে ভুটান ম্যাচে তাকে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং—চার দলেরই পয়েন্ট সমান ১। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে গ্রুপের শীর্ষে উঠে যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।
এই লক্ষ্য সামনে রেখে চলছে দলের ঘাম ঝরানো প্রস্তুতি। জামাল ভূঁইয়ার নেতৃত্বে দুই দিন অনুশীলন সম্পন্ন করেছে দল, রোববার ছিল দ্বিতীয় দিনের সেশন। সোমবার তৃতীয় দিনের প্রস্তুতি সেশন অনুষ্ঠিত হচ্ছে একই ভেন্যুতে।
এদিকে ইতোমধ্যে প্রবাসী ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম ইতালি থেকে ঢাকায় এসে অনুশীলনে যোগ দিয়েছেন। বুধবার আসছেন কানাডাপ্রবাসী শমিত সোমও। ২৬ সদস্যের প্রাথমিক দলে এই তিন বিদেশফেরত ফুটবলারের দিকে রয়েছে বিশেষ নজর।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা