মা হলেন ‘হীরামান্ডি’ অভিনেত্রী শারমীন
Published: 2nd, June 2025 GMT
‘হীরামান্ডি’খ্যাত বলিউড অভিনেত্রী শারমীন সেগাল মা হয়েছেন। গত ২৮ মে পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। শারমীন ও আমান মেহতা দম্পতির এটি প্রথম সন্তান। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, বরেণ্য পরিচালক সঞ্জয় লীলা বানসালির ভাগ্নি অভিনেত্রী শারমীন সেগাল। নতুন অতিথি আসার পর বানসালি ও মেহতা পরিবারের সদস্যরা আনন্দে ভাসছেন।
২০২৩ সালের জুলাই মাসে বাগদান সম্পন্ন করেন শারমীন সেগাল ও আমান মেহতা। একই বছর ইতালিতে এ দম্পতি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ভারতীয় শিল্পপতি সামির মেহতার পুত্র আমান। তিনিও একজন ব্যবসায়ী।
আরো পড়ুন:
রিনার সঙ্গে খুব ভালো একটি জীবন কাটিয়েছি, প্রাক্তন স্ত্রীকে নিয়ে আমির
‘স্যার আপনার সঙ্গে সময় কাটাতে চান’
সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন শারমীন সেগাল। পরবর্তীতে নাম লেখান অভিনয়ে। কিন্তু তাতে বাদ সাধে তার শরীরের ওজন। পরে ৯৪ কেজি থেকে ওজন কমিয়ে ফিট হন শারমীন সেগাল। এরপর ‘মালাল’ সিনেমায় অভিনয় করার সুযোগ পান; অভিষেক চলচ্চিত্রে নজর কাড়েন তিনি।
অবিভক্ত ভারতের লাহোরের এক গণিকালয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হীরামান্ডি’। যে গণিকালয়ের গল্পের চরিত্রদের হাত ধরে উঠে এসেছে— প্রেম, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার এবং রাজনীতি।
ওয়েব সিরিজটি নির্মাণ করেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এতে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমীন সেগাল। গত বছরের ১ মে নেটফ্লিক্সে মুক্তি পায় তারকাবহুল এই সিরিজ। মুক্তির পর ওয়েব সিরিজটি যেমন আলোচিত হয়, তেমনি প্রশংসা কুড়ান শারমীনে সেগাল।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
নড়াইলের লোহাগড়ায় প্রেমিকার বিয়ের দিনে প্রেমিক সৈয়দ মাসুম বিল্লাহর (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মাসুমের বাম হাতের একটি আঙুলের নখ উপড়ে ফেলার আলামত থাকায় তার পরিবার অভিযোগ করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে কালনা মধুমতি সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর মাসুমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইজিবাইকের চালক সুজন শেখ তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিকেলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে।
আরো পড়ুন:
জুলাই হত্যাকাণ্ডের মামলায় চট্টগ্রামে প্রথম অভিযোগপত্র দাখিল
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
মাসুমের স্বজনরা জানিয়েছেন, শালনগর ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ের খবর পেয়ে শুক্রবার (১ আগস্ট) সকালে তিনি ঢাকা থেকে লোহাগড়ায় আসেন। সকালে পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়, এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
মাসুম বিল্লাহর চাচা শরিফুল ইসলাম বলেছেন, “আমরা শুনেছি, সকালে লোহাগড়া বাজারের একটি পার্লারে মেয়েটির সঙ্গে মাসুমের কথা হয়। এর পর মেয়েটির বাবার কাছ থেকে হুমকি পায় সে। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে মাসুমের মৃত্যুর খবর জানি। তার বাম হাতের নখ উপড়ানো ছিল। সব মিলিয়ে মনে হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
মাসুমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া ইজিবাইক চালক সুজন বলেছেন, “ঘটনাস্থলে কোনো দুর্ঘটনার চিহ্ন ছিল না। তবে মনে হয়েছে, কেউ মাসুমকে গাড়ি থেকে ফেলে দিয়েছে।”
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম শনিবার (২ আগস্ট) সকালে সাংবাদিকদের বলেছেন, “আমরা মাসুম বিল্লাহকে মৃত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
ঢাকা/শরিফুল/রফিক