মা হলেন ‘হীরামান্ডি’ অভিনেত্রী শারমীন
Published: 2nd, June 2025 GMT
‘হীরামান্ডি’খ্যাত বলিউড অভিনেত্রী শারমীন সেগাল মা হয়েছেন। গত ২৮ মে পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। শারমীন ও আমান মেহতা দম্পতির এটি প্রথম সন্তান। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, বরেণ্য পরিচালক সঞ্জয় লীলা বানসালির ভাগ্নি অভিনেত্রী শারমীন সেগাল। নতুন অতিথি আসার পর বানসালি ও মেহতা পরিবারের সদস্যরা আনন্দে ভাসছেন।
২০২৩ সালের জুলাই মাসে বাগদান সম্পন্ন করেন শারমীন সেগাল ও আমান মেহতা। একই বছর ইতালিতে এ দম্পতি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ভারতীয় শিল্পপতি সামির মেহতার পুত্র আমান। তিনিও একজন ব্যবসায়ী।
আরো পড়ুন:
রিনার সঙ্গে খুব ভালো একটি জীবন কাটিয়েছি, প্রাক্তন স্ত্রীকে নিয়ে আমির
‘স্যার আপনার সঙ্গে সময় কাটাতে চান’
সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন শারমীন সেগাল। পরবর্তীতে নাম লেখান অভিনয়ে। কিন্তু তাতে বাদ সাধে তার শরীরের ওজন। পরে ৯৪ কেজি থেকে ওজন কমিয়ে ফিট হন শারমীন সেগাল। এরপর ‘মালাল’ সিনেমায় অভিনয় করার সুযোগ পান; অভিষেক চলচ্চিত্রে নজর কাড়েন তিনি।
অবিভক্ত ভারতের লাহোরের এক গণিকালয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হীরামান্ডি’। যে গণিকালয়ের গল্পের চরিত্রদের হাত ধরে উঠে এসেছে— প্রেম, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার এবং রাজনীতি।
ওয়েব সিরিজটি নির্মাণ করেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এতে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমীন সেগাল। গত বছরের ১ মে নেটফ্লিক্সে মুক্তি পায় তারকাবহুল এই সিরিজ। মুক্তির পর ওয়েব সিরিজটি যেমন আলোচিত হয়, তেমনি প্রশংসা কুড়ান শারমীনে সেগাল।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বে-মেয়াদি রূপান্তর হতে চায় দুই ফান্ড, ভোটের তারিখ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি মেয়াদি (ক্লোজ-এন্ড) থেকে বে-মেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তর করার আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য ইউনিটহোল্ডারদের ভোটের জন্য সভার আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
বিনিয়োগকারীদের সচেতনতায় নির্দেশিত প্রোগ্রাম প্রচারের অনুরোধ
৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
তথ্য মতে, ফান্ড দুটির বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর। তার আগেই ফান্ড দুটিকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের জন্য সভা ও রেকর্ড ডেট এর তারিখ ঘোষণা করা হয়েছে।
ভ্যানগার্ড এএমএল বিডির ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ২৯ অক্টোবর সকাল ১১ টায় হোটেল পূর্বানিতে সভা অনুষ্ঠিত হবে। আর এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ৩০ অক্টোবর সকাল ১১ টায় মহাখালিতে রাওয়া কনভেনশন হলে সভা অনুষ্ঠিত হবে।
এজন্য ফান্ড দুটির আগামী ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন যাদের কাছে ফান্ড দুটির ইউনিট থাকবে, তারা সভায় গিয়ে বে-মেয়াদিতে রূপান্তরের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে।
ঢাকা/এনটি/ফিরোজ