দীর্ঘ দুই যুগ পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ এর হলরুমে পৃথক দুটি কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।

ঘোষিত পাঁচ সদস্যের উপজেলা বিএনপির নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক আহ্বায়ক এস.

এম. মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল বাশার হাওলাদারকে। কমিটির অন্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, ইকবাল মুন্সী এবং নজরুল ইসলাম মহিন।

অন্যদিকে পৌর বিএনপির চার সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে ইউসুফ আলী দাড়িয়াকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন ওলিউর রহমান হাওলাদার। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আলম শিকদার ও মোহাম্মদ মামুন হাওলাদার মিঠু।

উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, “দীর্ঘদিন পর কোটালীপাড়ায় আংশিক কমিটি ঘোষণা করা হলো। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”

এ সম্মেলন ও নতুন নেতৃত্বের মাধ্যমে কোটালীপাড়া বিএনপিতে নতুন করে রাজনৈতিক গতিশীলতা ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ প লগঞ জ ব এনপ ব এনপ র সদস য উপজ ল

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ