পুত্রকে নিয়ে ফেসবুক পোস্টে কী লিখলেন পরমব্রত
Published: 2nd, June 2025 GMT
পুত্রসন্তানের বাবা হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়—খবরটা গতকালই প্রকাশ্যে এসেছে। এবার আনুষ্ঠানিকভাবে পুত্রসন্তানের আগমনের খবর দিলেন তিনি।
আজ সকালে এক ফেসবুক পোস্টে পরমব্রত লিখেছেন, ‘আমাদের প্রথম সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানাচ্ছি, আপনাদের সবার উষ্ণ শুভেচ্ছা ও প্রার্থনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’
আরও পড়ুনবাবা হলেন পরমব্রত০১ জুন ২০২৫গতকাল রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী। মা ও পুত্র দুজনই সুস্থ আছে।
পরম-পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে শুরু করে তাঁদের ভক্ত-অনুসারীরা।
পরম-পিয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্ধুদের নিয়ে ‘উড়াল’
আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।
পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’
শুটিংয়র ফাঁকে তোলা ছবি