রোজকার মতোই শহরবাসীর দিন শুরু হয় গাড়ির হর্ন, হুড়োহুড়ি আর নিরন্তর ট্রাফিক জ্যামের ভিড়ে। হাঁটতে চাইলেও ফুটপাতে জায়গা নেই, শান্তিতে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার নেই উপায়। শরীরকে ফিট রাখতে জিমে যাওয়ার ইচ্ছা থাকলেও, অফিসের পর সন্ধ্যার তীব্র যানজট আর ক্লান্তির ভারে সুযোগ হয়ে ওঠে না।

স্কুল থেকে ফিরে শিশুরাও এখন ভিডিও গেমস আর ফোনের স্ক্রিনে বন্দী। শহরে তাদের জন্য নিরাপদে খেলার মাঠ কিংবা ছুটোছুটির জায়গা নেই বললেই চলে। আর নগরায়ণের এই ধারা বয়স্কদেরও ঠেলে দিচ্ছে চার দেয়ালের গণ্ডির মধ্যে, ঘরে নেই প্রাকৃতিক আলো–বাতাসের পর্যাপ্ত প্রবাহ, নেই হাঁটাহাঁটি করার মতো খোলা জায়গা বা সামাজিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রাণবন্ত পরিসর।

শহরের ব্যস্ততা, কাজের চাপ আর নিত্য রুটিনে আবদ্ধ মানুষগুলো খুঁজে ফেরে একটু শান্তি, নিরাপত্তা এবং নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন, খোলামেলা ও প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ আধুনিক আবাসন। এই ভাবনাকে সামনে রেখে বাংলাদেশের স্বনামধন্য ও বিশ্বস্ত আবাসন প্রতিষ্ঠান শেল্‌টেক্ ঢাকার প্রাণকেন্দ্র বড় মগবাজারে নির্মাণ করছে একটি আধুনিক আবাসিক প্রকল্প ‘শেল্‌টেক্‌ ক্রিমসন প্যালেস’। উন্নত নির্মাণশৈলী, পরিকল্পিত নকশা, আধুনিক জীবনধারা এবং নাগরিক সুযোগ-সুবিধার এক অনবদ্য সমন্বয়ে গড়ে উঠছে এই স্বনির্ভর কমিউনিটি আবাসন প্রকল্পটি।

মগবাজারে আধুনিক নাগরিক জীবনযাত্রার নতুন ঠিকানা শেল্‌টেক্ ক্রিমসন প্যালেস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ