``ওই লাইনটা মনে আছে না, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবস্থা এখন ওই রকমই। আপনি কোথায় কাজ করবেন সেটা নির্ধারণ করতে করতে পরের অ্যাসাইনম্এট। ভুল শুধরানোর সময় কই। এজন্যই তো একই ভুল বারবার, লাগাতার।’’ – কথা গুলো বলছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
নিজের ক্যারিয়ার জীবনে ৭টির বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়নি তার। সেটাও ঘরোয়া ক্রিকেটে কেবল। তবে পাইলটের অনুমান ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার কৌশলটাই এখনো আয়ত্বে করতে পারেনি বাংলাদেশ, ‘‘লম্বা সময় পর মনে হচ্ছে এই ফরম্যাটে খেলার কৌশল এখনও অধরা আমাদের ক্রিকেটারদের। অন্তত বর্তমানে যে ধরণের পারফর্যশান্স হচ্ছে তাতে এই প্রশ্নটা উঠবেই। আপনি শেষ ম্যাচটার কথাই যদি ধরেন, ১০ ওভারে একশর ওপরে রান। সেই রান কেন দুইশ হবে না। আপনি ওভারপ্রতি তাহলে দশ করেও নিতে পারছেন না। ঠিক বোলাররা পরপর দুই ম্যাচ দুইশর বেশি রান দিয়েছেন। শেষ ম্যাচেও তেমন কিছু করতে পারেননি। অথচ অভিজ্ঞতায়, সামর্থ্যে তারা কিন্তু পিছিয়ে নেই কারো চেয়ে। তাহলে পারফরম্যান্সটা আসবে না কেন?’’
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে টি-টোয়েন্টি ক্রিকেটে জোর দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে তিনটি ও পাকিস্তান সমান সংখ্যাক ম্যাচ খেলে বাংলাদেশের। পাকিস্তানে হোয়াইটওয়াশ হওয়ার আগে আমিরাতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। প্রতিটি ম্যাচেই ব্যর্থতার নতুন নতুন গল্প। পুরোনো ভুলের বারবার পুনরাবৃত্তি। এর শেষ কোথায় জানা নেই কারো।
স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলে যুক্ত করা হয় বড় প্রত্যাশা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ দল ৩-০ ব্যবধানে জয় পাওয়ায় মনে হচ্ছিল দলে প্রভাব রাখতে পেরেছেন তিনি। কিন্তু সময় যত গড়াচ্ছে, সালাউদ্দিনের কার্যকারীতার ঘাটতি সামনে আসছে। পাকিস্তান সিরিজে মোস্তাফিজ, নাহিদ রানা, সৌম্য সরকারকে ছাড়া খেলেছে বাংলাদেশ। তাদের অভাব অনুভূত হয়েছে নিশ্চিতভাবেই। তবে তারা থাকাকালীন সময়ে সাফল্যের জোয়ারে দল ভেসে গেছে তেমনটাও নয়।
পারভেজ হোসেন ইমন বাদে দলে যারা ফিরেছেন তারা খুব বেশি প্রভাব রাখতে পারেননি। মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী বলতে গেলে নিষ্প্রভই ছিলেন। অথচ ঘরোয়া ক্রিকেটে তাদের পারফরম্যান্স থাকে উড়ন্ত। ম্যাচ হারের পর প্রধান কোচ ফিল সিমন্স দেশের উইকেটের বিষয়টিকে আরেকবার সামনে আনলেন।
পাকিস্তানে একেবারে স্পোর্টিং উইকেটে খেলেছে দুই দল। যেখানে ব্যাট-বলের লড়াইয়ের ভারসাম্য ছিল। নিজেদের মাঠে পাকিস্তান ছিল ধ্রুপদী। ব্যাট-বলে সমানতালে পারফর্ম করেছে। অথচ শেষ দুইটি টি-টোয়েন্টি সিরিজ তারাও হেরেছিল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে স্বস্তি ফিরে পায় তারা। এদিকে বাংলাদেশ ছিল আত্মবিশ্বাসের তলানিতে। আত্মবিশ্বাস ক্রমাগত নিচের দিকেই যাচ্ছে।
উত্তরণের উপায় কী? খালেদ মাসুদের কাছেও উত্তরটা অজানা। তবে বর্তমান স্কোয়াডের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে তিনি, ‘‘এখন যারা খেলছে তাদের হয়তো অনেক বেশি ম্যাচ সংখ্যা হয়েছে। যেমন লিটনের ১০০ টি-টোয়েন্টি হয়ে গেছে। কিন্তু দেখবেন মাত্র কয়েকটা ইনিংসটি আছে যেগুলো মনে রাখার মতো। পারভেজ মাত্র শুরু করলো। তানজিদকে নিয়েও আশাবাদী। হাসান, শরিফুল তারা ভালো খেলোয়াড়। তাদেরকেই ঘষে মেঝে ঠিক করতে হবে। আরেকটু সময় দেওয়া উচিৎ বলে মনে করছি।’’
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’
নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।
আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।
আয়োজনের পোস্টার