রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ ফজলে রাব্বী হৃদয় (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়াপাড়া গ্রামে কুদ্দুস মোল্লার বাড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তির অবস্থানের খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় ৫৭ কেজি গাঁজাসহ রাব্বীকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহিম মোল্লা নামে একজন পালিয়ে যান।

আরো পড়ুন:

পাবনায় ১০ লাখ টাকার নকল বিড়ি উদ্ধার

‘দেশের ৩৫.

৩ ভাগ মানুষ তামাক সেবন করে’

এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার রাব্বীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি নয়াপাড়া গ্রামে।

ঢাকা/তারেকুর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র

এছাড়াও পড়ুন:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদ রয়েছেন। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি জানান, আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

ঢাকা/এম/আর/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭