আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। একইসঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চলমান অভিযান আরো জোরদার হবে বলে জানিয়েছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ঈদকে ঘিরে দেশের সব শপিংমল, বাসস্ট্যান্ড, টার্মিনাল, গুরুত্বপূর্ণ স্থান এবং ঘরমুখো মানুষের চলাচলের পথসমূহে র‍্যাবের গোয়েন্দা নজরদারি থাকবে। র‌্যাবের কন্ট্রোলরুম, মোবাইল পেট্রোল, ক্যাম্প, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

আরো পড়ুন:

৩৪ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, গ্রেপ্তার ৪

শিবচরে র‌্যাব পরিচয়ে প্রতারণা: বরখাস্ত হওয়া সেনা সদস্য আটক

এম ইন্তেখাব চৌধুরী বলেন, “গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ নানা মাধ্যমে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য পাওয়া যায়নি। তবে আমরা সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রস্তুত আছি।”

নারীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। ঈদের সময় অনুষ্ঠানস্থল বা গণপরিবহনে নারীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য মোবাইল কোর্ট ও র‌্যাব সদস্যদের প্রস্তুত রাখা হবে বলে জানান তিনি। কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে র‌্যাবকে জানাতে অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, “ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, নৌ ও রেলপথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি টার্মিনালে থাকবে র‌্যাবের ওয়াচটাওয়ার ও কন্ট্রোলরুম।”

“অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি, চাঁদাবাজি ও ছিনতাই রোধে র‌্যাবের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অনিয়ম পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।”

তিনি বলেন, “বড় ঈদগাহে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, সুইপিং এবং সিসিটিভি কাভারেজ। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে নিয়মিত টহল থাকবে, অনলাইনে পশু কেনাবেচায় র‍্যাবের সাইবার মনিটরিং সেল কাজ করবে নিয়মিতভাবে।”

চামড়া বাজারে সিন্ডিকেট রোধেও র‌্যাব ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, “চামড়া কেনাবেচায় কিছু সিন্ডিকেট সক্রিয় থাকতে পারে-এ বিষয়ে আমরা সতর্ক আছি।”

শপিংমল ঘিরেও র‌্যাবের তৎপরতা বাড়ানো হয়েছে যেন ক্রেতারা নিরাপদে কেনাকাটা করতে পারেন। ঈদের ছুটিতে মানুষের বাসস্থান, কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, “শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে। সারা দেশে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের মাধ্যমে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি অব্যাহত আছে। যদি কোনো অপতৎপরতা নজরে আসে, তাহলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারির কারণে আগের মতো এবারও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন হবে।”

ঢাকা/এমআর/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ নজরদ র

এছাড়াও পড়ুন:

বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে: ট্রাম্প

বেইজিংয়ের জন্য ওয়াশিংটন একটি ‘হুমকি’ বলে স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ মাত্র কয়েক দিন আগে তিনি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন।

সিবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীন সব সময় আমাদের ওপর নজরদারি করছে।’

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রিড ও পানি সরবরাহব্যবস্থার কিছু অংশে অনুপ্রবেশের অভিযোগ করে আসছে। বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন মেধাস্বত্ব ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগও তারা করেছে।

এবার ট্রাম্পও চীনের নজরদারির বিষয়টি স্বীকার করে নিলেন।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে আতঙ্ক-উত্তেজনা, ট্রাম্প আসলে কী চান০১ নভেম্বর ২০২৫

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরাও তাদের জন্য হুমকি। আপনি যেসব বিষয় নিয়ে বললেন, তার অনেক কিছু আমরাও তাদের ক্ষেত্রে করি।’

ট্রাম্প আরও বলেন, ‘দেখুন, এটা খুবই প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব, বিশেষ করে যখন চীন ও যুক্তরাষ্ট্রের বিষয় আসে। আমরা সব সময় তাদের ওপর নজর রাখছি এবং তারা সব সময় আমাদের ওপর নজর রাখছে। এখন পর্যন্ত, আমি মনে করি, আমরা খুব ভালোভাবে মিলেমিশে আছি। আর আমি মনে করি, তাদের হটিয়ে দেওয়ার বদলে তাদের সঙ্গে কাজ করে আমরা আরও বড়, আরও ভালো এবং আরও শক্তিশালী হয়ে উঠতে পারব।’

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রিড ও পানি সরবরাহ ব্যবস্থার কিছু অংশে অনুপ্রবেশের অভিযোগ করে আসছে। বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন মেধাস্বত্ব এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগও তারা করেছে।চীনের পারমাণবিক অস্ত্র

ট্রাম্প চীনের পারমাণবিক অস্ত্রের ভান্ডার নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, বেইজিং দ্রুত তাদের অস্ত্রভান্ডার বাড়াচ্ছে।

ট্রাম্প বলেন, ‘দেখুন, অন্য যেকোনো দেশের চেয়ে আমাদের হাতে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া আছে দ্বিতীয় স্থানে। চীন তৃতীয় স্থানে, যদিও তারা এখনো অনেক দূরে আছে, কিন্তু পাঁচ বছরের মধ্যে তারা সমান অবস্থানে পৌঁছে যাবে। আপনি জানেন, তারা দ্রুত এগুলো তৈরি করছে এবং আমি মনে করি আমাদের নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু করা উচিত।’

১৯৪৫ সালের ১৬ জুলাই পারমাণবিক বোমার পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে: ট্রাম্প
  • গাজায় ব্যাংক খুলেছে, নেই নগদ অর্থ