আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের কার্যক্রম নজরদারি করছে র্যাব
Published: 3rd, June 2025 GMT
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। একইসঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চলমান অভিযান আরো জোরদার হবে বলে জানিয়েছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ঈদকে ঘিরে দেশের সব শপিংমল, বাসস্ট্যান্ড, টার্মিনাল, গুরুত্বপূর্ণ স্থান এবং ঘরমুখো মানুষের চলাচলের পথসমূহে র্যাবের গোয়েন্দা নজরদারি থাকবে। র্যাবের কন্ট্রোলরুম, মোবাইল পেট্রোল, ক্যাম্প, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
আরো পড়ুন:
৩৪ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, গ্রেপ্তার ৪
শিবচরে র্যাব পরিচয়ে প্রতারণা: বরখাস্ত হওয়া সেনা সদস্য আটক
এম ইন্তেখাব চৌধুরী বলেন, “গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ নানা মাধ্যমে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য পাওয়া যায়নি। তবে আমরা সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রস্তুত আছি।”
নারীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। ঈদের সময় অনুষ্ঠানস্থল বা গণপরিবহনে নারীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য মোবাইল কোর্ট ও র্যাব সদস্যদের প্রস্তুত রাখা হবে বলে জানান তিনি। কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে র্যাবকে জানাতে অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, “ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, নৌ ও রেলপথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি টার্মিনালে থাকবে র্যাবের ওয়াচটাওয়ার ও কন্ট্রোলরুম।”
“অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি, চাঁদাবাজি ও ছিনতাই রোধে র্যাবের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অনিয়ম পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।”
তিনি বলেন, “বড় ঈদগাহে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, সুইপিং এবং সিসিটিভি কাভারেজ। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে নিয়মিত টহল থাকবে, অনলাইনে পশু কেনাবেচায় র্যাবের সাইবার মনিটরিং সেল কাজ করবে নিয়মিতভাবে।”
চামড়া বাজারে সিন্ডিকেট রোধেও র্যাব ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, “চামড়া কেনাবেচায় কিছু সিন্ডিকেট সক্রিয় থাকতে পারে-এ বিষয়ে আমরা সতর্ক আছি।”
শপিংমল ঘিরেও র্যাবের তৎপরতা বাড়ানো হয়েছে যেন ক্রেতারা নিরাপদে কেনাকাটা করতে পারেন। ঈদের ছুটিতে মানুষের বাসস্থান, কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, “শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের কার্যক্রম চলমান রয়েছে। সারা দেশে র্যাবের ১৫টি ব্যাটালিয়নের মাধ্যমে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি অব্যাহত আছে। যদি কোনো অপতৎপরতা নজরে আসে, তাহলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “র্যাবের নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারির কারণে আগের মতো এবারও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন হবে।”
ঢাকা/এমআর/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ নজরদ র
এছাড়াও পড়ুন:
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা
দেশের উপকূলীয় এলাকায় সক্রিয় রয়েছে স্থানীয় মৌসুমী বায়ু। এর প্রভাবে চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। একইসঙ্গে সম্ভাব্য জলাবদ্ধতা ও কৃষিক্ষেত্রে ক্ষতির বিষয়ে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায় ৭৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা