ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৯ বারের মতো কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন নোভাক জোকোভিচ। ক্যামেরন নরির বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন তিনি। নরিকে হারিয়েছেন ৬-২, ৬-৩, ৬-২ গেমে। 

এই জয় দিয়ে নতুন এক উচ্চতায় উঠেছেন জোকোভিচ। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা ফ্রেঞ্চ ওপেনে জয়ের সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রোল্যা গ্যাঁরোতে এই কীর্তি গড়েছেন সার্বিয়ান তারকা। তার আগে এই কীর্তি গড়েছেন রাফায়েল নাদাল। ১১২ জয়ে শীর্ষে আছেন নাদাল। 

এদিকে টেনিস ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে একক গ্র্যান্ড স্লামে শততম জয় পেয়েছেন জোকোভিচ। নাদাল-জোকোভিচ ফ্রেঞ্চ ওপেনে শততম জয় পেলেও টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরার পেয়েছেন ভিন্ন দুটি গ্র্যান্ড স্লামে। 

ম্যাচ জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেছেন, ‘‘ভালো লাগছে। আমি জানি আরও ভালো খেলতে পারি। এটা অবশ্য দারুণ ব্যাপার। কিন্তু ১০১ নম্বর জয় পেলে সেটা আরও ভালো হবে। আমি নিজেকে সম্মানিত মনে করছি। কিন্তু আমার ধারাবাহিকতা প্রয়োজন।’’

ফেদেরারের মতো অস্ট্রেলিয়ান ও উইম্বলডন ওপেনে শততম জয় পাওয়াটা অবশ্য এখন সময়ের ব্যাপার জোকোভিচের। কেননা বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে তার জয় ৯৯টি। শততম জয়টি পেতে অবশ্য আগামী বছর অপেক্ষা করতে হবে ৩৮ বছর বয়সী তারকাকে। তবে এ বছরই উইম্বলডনে তিন অঙ্ক ছোঁয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ।

সেমিফাইনালে তার প্রতিপক্ষ আলেক্সান্ডা জভেরেভ। তার বিপক্ষে জোকোভিচের জয়ের রেকর্ড ৮-৫। লড়াইটা জম্পেশ হবে সেই আভাস পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, গত বছর এই ফ্রান্সেই অলিম্পিকের সোনা জিতেছিলেন জকোভিচ। তবে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী তারকা গত বছর কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। 

 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

৯৭ লাখ টাকার গহনা খোয়ালেন উর্বশী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার বিলাসবহুল স্যুটকেস বিমানবন্দর থেকে চুরি হয়েছে। এতে তার ৭০ লাখ রুপি (বাংলাদেশে ৯৭ লাখ ৬৮ হাজার টাকা) মূল্যের গহনা ছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। খবর ইন্ডিয়া টুডের। 

বৃহস্পতিবার উর্বশী রাউতেলা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেত্রী বলেন, “প্ল্যাটিনাম এমিরেটসের সদস্য এবং উইম্বলডনে অংশগ্রহণকারী একজন গ্লোবাল আর্টিস্ট হিসেবে, আমি গভীরভাবে হতাশ। মুম্বাই থেকে এমিরেটসের ফ্লাইটে আসার পর লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে আমাদের ক্রিশ্চিয়ান ডিওর ব্রাউন ব্যাগটি চুরি হয়েছে।” 

গত ১৩ জুলাই উম্বলডন গিয়েছিলেন উর্বশী রাউতেলা। তার পরনে ছিল সাদা রঙের একটি ঘেরওয়ালা পোশাক। তবে সেদিন নজর কেড়েছিল উর্বশীর বাদামি রঙের মূল্যবান হাতব্যাগটি। 

আরো পড়ুন:

পুরুষ সম্পর্কে যে মন্তব্য করলেন ফাতিমা 

বলিউডের প্রথম কোটি রুপি পারিশ্রমিক পাওয়া অভিনেতা কে?

ব্যয়বহুল সাজপোশাক নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন উর্বশী রাউতেলা। ভারতের গণ্ডি পেরিয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। 

উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা। সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি। 

উর্বশীর হাতে এখন বিভিন্ন ভাষার তিনটি সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো—হিন্দি ভাষার ‘কাসুর টু’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, তেলেগু ভাষার ‘ব্ল্যাক রোজ’। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ৯৭ লাখ টাকার গহনা খোয়ালেন উর্বশী