ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৯ বারের মতো কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন নোভাক জোকোভিচ। ক্যামেরন নরির বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন তিনি। নরিকে হারিয়েছেন ৬-২, ৬-৩, ৬-২ গেমে।
এই জয় দিয়ে নতুন এক উচ্চতায় উঠেছেন জোকোভিচ। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা ফ্রেঞ্চ ওপেনে জয়ের সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রোল্যা গ্যাঁরোতে এই কীর্তি গড়েছেন সার্বিয়ান তারকা। তার আগে এই কীর্তি গড়েছেন রাফায়েল নাদাল। ১১২ জয়ে শীর্ষে আছেন নাদাল।
এদিকে টেনিস ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে একক গ্র্যান্ড স্লামে শততম জয় পেয়েছেন জোকোভিচ। নাদাল-জোকোভিচ ফ্রেঞ্চ ওপেনে শততম জয় পেলেও টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরার পেয়েছেন ভিন্ন দুটি গ্র্যান্ড স্লামে।
ম্যাচ জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেছেন, ‘‘ভালো লাগছে। আমি জানি আরও ভালো খেলতে পারি। এটা অবশ্য দারুণ ব্যাপার। কিন্তু ১০১ নম্বর জয় পেলে সেটা আরও ভালো হবে। আমি নিজেকে সম্মানিত মনে করছি। কিন্তু আমার ধারাবাহিকতা প্রয়োজন।’’
ফেদেরারের মতো অস্ট্রেলিয়ান ও উইম্বলডন ওপেনে শততম জয় পাওয়াটা অবশ্য এখন সময়ের ব্যাপার জোকোভিচের। কেননা বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে তার জয় ৯৯টি। শততম জয়টি পেতে অবশ্য আগামী বছর অপেক্ষা করতে হবে ৩৮ বছর বয়সী তারকাকে। তবে এ বছরই উইম্বলডনে তিন অঙ্ক ছোঁয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ।
সেমিফাইনালে তার প্রতিপক্ষ আলেক্সান্ডা জভেরেভ। তার বিপক্ষে জোকোভিচের জয়ের রেকর্ড ৮-৫। লড়াইটা জম্পেশ হবে সেই আভাস পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত বছর এই ফ্রান্সেই অলিম্পিকের সোনা জিতেছিলেন জকোভিচ। তবে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী তারকা গত বছর কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।
সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।
আরো পড়ুন:
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা
সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।
ঢাকা/এনটি/মেহেদী