আগামী ১১ জুন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা। টেলিভিশনের পাশাপাশি ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে টফি অ্যাপে। এর ফলে স্মার্টফোনের মাধ্যমে যেকোনো স্থান থেকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা বিনা মূল্যে সরাসরি দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টফি অ্যাপে বিনা মূল্যে দেখার সুযোগ মেলায় চলতি পথে বা যেকোনো স্থান থেকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা দেখা যাবে। এর ফলে দর্শকেরা ম্যাচটির প্রতিটি মুহূর্ত স্বাচ্ছন্দ্যে দেখতে পারবেন। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পাশাপাশি টফিতে ১০ হাজারের বেশি কনটেন্ট দেখতে পারবেন প্রিমিয়াম প্যাকে নিবন্ধনকারীরা।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, ‘গ্রাহকদের জন্য টফিতে বিনা মূল্যে বহুল প্রতীক্ষিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ উপভোগ করার সুযোগ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আমরা সম্প্রতি প্রিমিয়াম প্যাক এবং একটি ব্যবহারকারীবান্ধব ইন্টারফেস চালু করেছি, যার ফলে গ্রাহকেরা এখন আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে এই টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল খ ল আইস স

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ