সরে দাঁড়াচ্ছেন নিউজিল্যান্ডের সফলতম কোচ স্টিড
Published: 4th, June 2025 GMT
গত এপ্রিলের শুরুতে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারি স্টিড। টেস্টে কোচের দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। অবশেষে সেটাও জানা গেল।
চলতি মাসের শেষে চুক্তির মেয়াদ পূর্ণ করে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন নিউজিল্যান্ডের ইতিহাসে সফলতম এ কোচ। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তিন সংস্করণের জন্য একজন কোচ নিয়োগ করতে চায়।
২০১৮ সালের মাইক হেসনের কাছ থেকে নিউজিল্যান্ড দলের দায়িত্ব গ্রহণের পর গত সাত বছরে দারুণ সব সাফল্য উপহার দিয়েছেন স্টিড। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়, ২০০০ সালের পর যেটা নিউজিল্যান্ডের প্রথম বৈশ্বিক শিরোপা। সাদা বলে তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলা এবং ভারতের মাটিতে ৩-০ তে টেস্ট সিরিজ জয়। তাঁর অধীন এসব অর্জন, নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অনন্য মাইলফলক।
আরও পড়ুনসাদা বলের ক্রিকেটে আর নিউজিল্যান্ডের কোচ থাকছেন না ‘সবচেয়ে সফল’ স্টিড০৮ এপ্রিল ২০২৫সাদা বলের সংস্করণে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর স্টিড হয়তো চেয়েছিলেন লাল বলে কোচের দায়িত্ব পালন করে যেতে। সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সময়ও পেয়েছিলেন তিনি। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) তিন সংস্করণের জন্য একজন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় স্টিডও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। তাঁর বিদায়ে নিউজিল্যান্ড ক্রিকেটের সফল এক অধ্যায়ের পরিসমাপ্তি হতে চলেছে, যা দেশটির ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নিউজিল্যান্ডকে দারুণ সাফল্য এনে দিয়েছেন গ্যারি স্টিড.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ