৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৯
Published: 4th, June 2025 GMT
১. কোন রাজবংশের সময়ে ‘আনন্দবিহার’ তৈরি হয়?
ক. চন্দ্র বংশ
খ. দেব বংশ
গ. পাল বংশ
ঘ. সেন বংশ
২. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন—
ক. শশাঙ্ক
খ. কুজরাট
গ. কণিঙ্ক
ঘ. গোপাল
৩. মেসোপটেমিয়া সভ্যতায় কোন লিপির উদ্ভব ঘটে?
ক. ইউনিফর্ম
খ. কিউনিফর্ম
গ. হায়ারোগ্লিফিক
ঘ. কোনোটিই নয়
৪. মীর জুমলাকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন কে?
ক.
খ. সম্রাট বাবর
গ. সম্রাট শাহজাহান
ঘ. সম্রাট জাহাঙ্গীর
৫. ইবনে বতুতা কার শাসনামলে ভারতবর্ষে আসেন?
ক. শামসুদ্দিন ইলতুতমিশ
খ. মুহাম্মদ বিন তুঘলক
গ. গিয়াসউদ্দিন তুঘলক
ঘ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৬. বাংলায় স্থানীয় সরকারব্যবস্থা প্রণয়ন করেন কে?
ক. লর্ড হার্ডিঞ্জ
খ. লর্ড রিপন
গ. লর্ড মিন্টো
ঘ. লর্ড লিটন
৭. সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করেন কে?
ক. নওয়াব আবদুল লতিফ
খ. সৈয়দ আমির আলী
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রামমোহন রায়
৮. ছয় দফা দাবিকে তৎকালীন আইয়ুব সরকার কী হিসেবে আখ্যা দেয়?
ক. বাঙালির মুক্তির দাবি
খ. ম্যাগনাকার্টা
গ. বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি
ঘ. অশান্তির সংকেত
৯. কার নেতৃত্বে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করা হয়?
ক. আবুল বরকত
খ. রফিক উদ্দিন
গ. গাজীউল হক
ঘ. আবুল হাসেম
১০. বাংলা ভাষাকে গণপরিষদের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার নেপথ্যে থাকা ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন—
ক. কংগ্রেসের সদস্য
খ. কমিউনিস্ট পার্টির সদস্য
গ. লেবার পার্টির সদস্য
ঘ. মহাসভার সদস্য
১১. ‘মোদের গরব’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত হয়?
ক. বাংলা একাডেমিতে
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
১২. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?
ক. ৭
খ. ৪
গ. ১০
ঘ. ৫
১৩. কৃষিতে ‘ঝুমকা’ বলতে কী ধরনের ফসল বোঝায়?
ক. আলু
খ. বাধাঁকপি
গ. টমেটো
ঘ. বেগুন
১৪. কোনটির মাধ্যমে মুদ্রাস্ফীতি বন্ধ হয়?
ক. পণ্যের দাম কমা
খ. মুনাফার হার বৃদ্ধি
গ. মূলধনের জোগান কমা
ঘ. মুনাফার হার কমা
১৫. বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৬
১৬. রাখাইনদের বসবাস কোথায়?
ক. বরগুনা
খ. সাতক্ষীরা
গ. ফরিদপুর
ঘ. বরিশাল
১৭. সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়?
ক. ত্রয়োদশ
খ. দ্বাদশ
গ. একাদশ
ঘ. চতুর্দশ
১৮. বাংলাদেশে প্রথম অন্তর্বর্তী সরকার গঠিত হয় কোন সালে?
ক. ১৯৯০
খ. ১৯৯২
গ. ১৯৯৬
ঘ. ২০২৪
১৯. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ কার তৈরি?
ক. রফিকুন নবী
খ. এস এম সুলতান
গ. কামরুল হাসান
ঘ. জয়নুল আবেদিন
২০. জুলাই গণ-অভ্যুত্থানে সরকারি গেজেটভুক্ত শহীদের সংখ্যা কত?
ক. ৮৩৪
খ. ৮৫২
গ. ৭৪০
ঘ. ১০৫৬
১. খ। ২. গ। ৩. খ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. খ। ৮. গ। ৯. গ। ১০. ক।
১১. ক। ১২. গ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. ক। ১৭. খ। ১৮. ক। ১৯. গ। ২০. ক।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’