১. কোন রাজবংশের সময়ে ‘আনন্দবিহার’ তৈরি হয়?
ক. চন্দ্র বংশ
খ. দেব বংশ
গ. পাল বংশ
ঘ. সেন বংশ

২. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন—
ক. শশাঙ্ক
খ. কুজরাট
গ. কণিঙ্ক
ঘ. গোপাল

৩. মেসোপটেমিয়া সভ্যতায় কোন লিপির উদ্ভব ঘটে?
ক. ইউনিফর্ম
খ. কিউনিফর্ম
গ. হায়ারোগ্লিফিক
ঘ. কোনোটিই নয়

৪. মীর জুমলাকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন কে?
ক.

সম্রাট আওরঙ্গজেব
খ. সম্রাট বাবর
গ. সম্রাট শাহজাহান
ঘ. সম্রাট জাহাঙ্গীর

৫. ইবনে বতুতা কার শাসনামলে ভারতবর্ষে আসেন?
ক. শামসুদ্দিন ইলতুতমিশ
খ. মুহাম্মদ বিন তুঘলক
গ. গিয়াসউদ্দিন তুঘলক
ঘ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৬. বাংলায় স্থানীয় সরকারব্যবস্থা প্রণয়ন করেন কে?
ক. লর্ড হার্ডিঞ্জ
খ. লর্ড রিপন
গ. লর্ড মিন্টো
ঘ. লর্ড লিটন

৭. সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করেন কে?
ক. নওয়াব আবদুল লতিফ
খ. সৈয়দ আমির আলী
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রামমোহন রায়

৮. ছয় দফা দাবিকে তৎকালীন আইয়ুব সরকার কী হিসেবে আখ্যা দেয়?
ক. বাঙালির মুক্তির দাবি
খ. ম্যাগনাকার্টা
গ. বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি
ঘ. অশান্তির সংকেত

৯. কার নেতৃত্বে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করা হয়?
ক. আবুল বরকত
খ. রফিক উদ্দিন
গ. গাজীউল হক
ঘ. আবুল হাসেম

১০. বাংলা ভাষাকে গণপরিষদের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার নেপথ্যে থাকা ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন—
ক. কংগ্রেসের সদস্য
খ. কমিউনিস্ট পার্টির সদস্য
গ. লেবার পার্টির সদস্য
ঘ. মহাসভার সদস্য

১১. ‘মোদের গরব’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত হয়?
ক. বাংলা একাডেমিতে
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

১২. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?
ক. ৭
খ. ৪
গ. ১০
ঘ. ৫

১৩. কৃষিতে ‘ঝুমকা’ বলতে কী ধরনের ফসল বোঝায়?
ক. আলু
খ. বাধাঁকপি
গ. টমেটো
ঘ. বেগুন

১৪. কোনটির মাধ্যমে মুদ্রাস্ফীতি বন্ধ হয়?
ক. পণ্যের দাম কমা
খ. মুনাফার হার বৃদ্ধি
গ. মূলধনের জোগান কমা
ঘ. মুনাফার হার কমা

১৫. বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৬

১৬. রাখাইনদের বসবাস কোথায়?
ক. বরগুনা
খ. সাতক্ষীরা
গ. ফরিদপুর
ঘ. বরিশাল

১৭. সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়?
ক. ত্রয়োদশ
খ. দ্বাদশ
গ. একাদশ
ঘ. চতুর্দশ

১৮. বাংলাদেশে প্রথম অন্তর্বর্তী সরকার গঠিত হয় কোন সালে?
ক. ১৯৯০
খ. ১৯৯২
গ. ১৯৯৬
ঘ. ২০২৪

১৯. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ কার তৈরি?
ক. রফিকুন নবী
খ. এস এম সুলতান
গ. কামরুল হাসান
ঘ. জয়নুল আবেদিন

২০. জুলাই গণ-অভ্যুত্থানে সরকারি গেজেটভুক্ত শহীদের সংখ্যা কত?
ক. ৮৩৪
খ. ৮৫২
গ. ৭৪০
ঘ. ১০৫৬

মডেল টেস্ট ৯-এর উত্তর

১. খ। ২. গ। ৩. খ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. খ। ৮. গ। ৯. গ। ১০. ক।
১১. ক। ১২. গ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. ক। ১৭. খ। ১৮. ক। ১৯. গ। ২০. ক।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র র সদস

এছাড়াও পড়ুন:

৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য পিএসসির যত নির্দেশনা

আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার আসনব্যবস্থা, সময়সূচি ও শিক্ষার্থীদের জন্য নানা নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে (ক্যাডার ও নন–ক্যাডার মিলিয়ে) নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

সময়সূচি ও কেন্দ্র

১৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র ৮টি। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

আরও পড়ুনইউনিমেট-শাবানা মাহমুদ-দেখার হাওর-বেন গুরিয়ান বিমানবন্দর-কী, জেনে নিন১১ সেপ্টেম্বর ২০২৫পরীক্ষার্থীদের করণীয়

১। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগেই মেসেজের মাধ্যমে তাঁদের মুঠোফোন নম্বরে প্রেরণ করা হবে।

২। সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের ৪টি সেট থাকবে, যেমন সেট # ১, ২, ৩ ও ৪। সকাল ১০টায় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে।

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

৩। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। বর্ণিত নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।

৪। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

৫। পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা হবে।

আরও পড়ুন৪৭ তম বিসিএস প্রিলিমিনারি: শেষ মুহূর্তে আত্মবিশ্বাসই আসল প্রস্তুতি১৪ সেপ্টেম্বর ২০২৫

৬। প্রতিবন্ধী পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে শ্রুতলেখক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। কমিশনের মনোনীত শ্রুতলেখক ছাড়া অন্য কেউ শ্রুতলেখক হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতলেখকদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্র ও নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।

আরও পড়ুন৪৩তম বিসিএসের প্রশাসনে প্রথম শানিরুলকে ভাইভায় যেসব প্রশ্ন করা হয়েছিল ২৯ মে ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৭তম বিসিএস প্রিলি: পরীক্ষার হলে কোন ভুলে পিছিয়ে পড়েন চাকরিপ্রার্থীরা
  • ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য পিএসসির যত নির্দেশনা
  • ৪৭তম বিসিএস: প্রিলি পরীক্ষার আগের রাত+পরীক্ষার দিন করণীয়