চট্টগ্রামে হাটে পশু দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গেল কিশোরের শরীর
Published: 4th, June 2025 GMT
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাটে পশু দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে এক কিশোর। আজ বুধবার বিকেল চারটার দিকে উপজেলার ফকিরনীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম মোহাম্মদ রিয়াদ (১৪)। সে বড়উঠান ইউনিয়নের ফাজিল খাঁর হাট এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে হাটে গিয়েছিল রিয়াদ। হাটে ভিড় বাড়ায় সে সীমানাপ্রাচীরের ওপর ওঠে। এ সময় হাটে টানানো বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এতে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে হাটের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফকিরনীরহাট বাজারটি খাস আদায় করে বড়উঠান ইউনিয়ন ভূমি কার্যালয়। এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের সীমানার মধ্যে বসানো হয়েছে।
বড়উঠান ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা বিএসসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, রবির ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকা।
ঢাকা/এনটি/ফিরোজ