প্রায় চার মাস পর মানিকগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে বর্ধিত করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির সাত সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটির আহ্বায়ক করা হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য আফরোজা খানমকে। এর আগে তিনি দুইবার জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে।

এ ছাড়া ৬০ জনকে কমিটির সদস্য করা হয়েছে। তাঁদের মধ্যে এস এ জিন্নাহ কবীর, আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, নূরতাজ আলম, সত্যেন কান্ত ও গোলাম আবেদীন কায়সার প্রথম ঘোষিত কমিটিতে ছিলেন। কমিটির সদস্য পদে অন্যরা হলেন মোকসেদুর রহমান, জহির আলম খান, আতাউর রহমান, আবদুল বাতেন, খন্দকার আকবর হোসেন, আবদুল কুদ্দুস খান, মোশাররফ হোসেন শিকদার, ইকবাল হোসেন, গোলাম কিবরিয়া, নাসির উদ্দিন আহমেদ, আবিদুর রহমান খান, আবদুস সালাম, আলী আশরাফ, গাজী হাবিব হাসান, হামিদুর রহমান, রফিক উদ্দিন ভূইয়া, আবদুল হক মোল্লা, আবদুল আউয়াল, আরিফ হোসেন লিটন, শামীম আল মামুন, জিয়াউর রহমান, আসাদুজ্জামান খান, রিয়াজ মাহমুদ, সাবিহা হাবিব, মহিউদ্দিন স্বপন, গোলাম মোস্তফা খান, রহমত আলী বেপারী, সিরাজুল ইসলাম, আবদুল হান্নান মৃধা, মীর মানিকুজ্জামান, খোরশেদ আলম ভুইয়া, নূরুল ইসলাম, আবুল বাশার সরকার, ওয়াজেদ আলী, মিজানুর রহমান, বাবুল হোসেন, দেওয়ান মাহবুবুর রহমান, আলাউদ্দিন, আবদুল গফুর, আমজাদ হোসেন, হাবিবুল আলম, আবদুল মান্নান, আবদুস সোবহান, নূরুল ইসলাম, লোকমান হোসেন, সানজিদা রহমান, শফিকুল ইসলাম, কাজী মোস্তাক হোসেন, তুহিনুর রহমান, জিয়া উদ্দিন আহমেদ, জিন্নাহ খান, রকিবুর রহমান, আবদুল খালেক ও সিরাজুর রহমান।

কমিটির আহ্বায়ক আফরোজা খানম বলেন, ‘বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, যাঁরা মিথ্যা মামলায় জেল খেটেছেন, তাঁদের নিয়ে এই কমিটি করা হয়েছে। বিগত সময়ের মতো দলের সবাইকে নিয়ে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।’

এদিকে পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে রাতে মানিকগঞ্জ শহরে মিছিল করেছেন বিএনপির নেতা–কর্মীরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র রহম ন ব এনপ র ল ইসল ম কম ট র আবদ ল সদস য

এছাড়াও পড়ুন:

ডিএসইতে ৭৫ শতাংশ শেয়ার-মিউচুয়াল ফান্ডের দরপতন

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে শেষে ডিএসইতে এ দিন ৩০০টি বা ৭৫.৩৮ শতাংশের বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দরপতন হয়েছে।

এ দিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে কিছুটা বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

আরো পড়ুন:

৭ কোটি টাকা সংগ্রহে লিও আইসিটি ক্যাবলসের কিউআইও’র আবেদন

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। সোমবার সকাল থেকেই ডিএসইএক্স সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেনের শুরু হয়। লেনদেনের শেষ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত তা অব্যাহত ছিল। তবে গত কয়েক মাসের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন অনেক কমে গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১২.৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১.৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৫টি কোম্পানির, কমেছে ৩০০টির এবং অপরিবর্তিত আছে ৫৩টির।

ডিএসইতে মোট ৫১৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৯.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৭৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮৭.৯৭ পয়েন্ট কমে ১৪ হাজার ২২৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.১৬ পয়েন্ট কমে ৮৯৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪.২৫ পয়েন্ট কমে ১২ হাজার ৬৬৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪২টি কোম্পানির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

সিএসইতে ২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ