চার মাস পর মানিকগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন
Published: 5th, June 2025 GMT
প্রায় চার মাস পর মানিকগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে বর্ধিত করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির সাত সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটির আহ্বায়ক করা হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য আফরোজা খানমকে। এর আগে তিনি দুইবার জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে।
এ ছাড়া ৬০ জনকে কমিটির সদস্য করা হয়েছে। তাঁদের মধ্যে এস এ জিন্নাহ কবীর, আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, নূরতাজ আলম, সত্যেন কান্ত ও গোলাম আবেদীন কায়সার প্রথম ঘোষিত কমিটিতে ছিলেন। কমিটির সদস্য পদে অন্যরা হলেন মোকসেদুর রহমান, জহির আলম খান, আতাউর রহমান, আবদুল বাতেন, খন্দকার আকবর হোসেন, আবদুল কুদ্দুস খান, মোশাররফ হোসেন শিকদার, ইকবাল হোসেন, গোলাম কিবরিয়া, নাসির উদ্দিন আহমেদ, আবিদুর রহমান খান, আবদুস সালাম, আলী আশরাফ, গাজী হাবিব হাসান, হামিদুর রহমান, রফিক উদ্দিন ভূইয়া, আবদুল হক মোল্লা, আবদুল আউয়াল, আরিফ হোসেন লিটন, শামীম আল মামুন, জিয়াউর রহমান, আসাদুজ্জামান খান, রিয়াজ মাহমুদ, সাবিহা হাবিব, মহিউদ্দিন স্বপন, গোলাম মোস্তফা খান, রহমত আলী বেপারী, সিরাজুল ইসলাম, আবদুল হান্নান মৃধা, মীর মানিকুজ্জামান, খোরশেদ আলম ভুইয়া, নূরুল ইসলাম, আবুল বাশার সরকার, ওয়াজেদ আলী, মিজানুর রহমান, বাবুল হোসেন, দেওয়ান মাহবুবুর রহমান, আলাউদ্দিন, আবদুল গফুর, আমজাদ হোসেন, হাবিবুল আলম, আবদুল মান্নান, আবদুস সোবহান, নূরুল ইসলাম, লোকমান হোসেন, সানজিদা রহমান, শফিকুল ইসলাম, কাজী মোস্তাক হোসেন, তুহিনুর রহমান, জিয়া উদ্দিন আহমেদ, জিন্নাহ খান, রকিবুর রহমান, আবদুল খালেক ও সিরাজুর রহমান।
কমিটির আহ্বায়ক আফরোজা খানম বলেন, ‘বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, যাঁরা মিথ্যা মামলায় জেল খেটেছেন, তাঁদের নিয়ে এই কমিটি করা হয়েছে। বিগত সময়ের মতো দলের সবাইকে নিয়ে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।’
এদিকে পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে রাতে মানিকগঞ্জ শহরে মিছিল করেছেন বিএনপির নেতা–কর্মীরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র রহম ন ব এনপ র ল ইসল ম কম ট র আবদ ল সদস য
এছাড়াও পড়ুন:
বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু
বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা/মামুন/বকুল