ঢাকা থেকে রাজশাহীতে নিজ বাড়ির সামনে গিয়ে ছিনতাইকারীর কবলে ব্যাংকার দম্পতি
Published: 6th, June 2025 GMT
বেসরকারি ব্যাংকে কর্মরত এক দম্পতি ঢাকা থেকে রাজশাহীতে নিজ বাড়ির সামনে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন। আজ শুক্রবার সকালে নগরের দেবীসিং পাড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
ওই দম্পতি হলেন রাশিদুর রহমান ও ফাহমিদা সুলতানা। তাঁরা রাজধানীতে ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় কর্মরত।
রাশিদুর রহমান বলেন, আজ ভোরে ফজরের নামাজের সময় তাঁরা বাস থেকে নগরের তালাইমারি মোড়ে নামেন। সেখান থেকে তাঁরা একটা রিকশা নিয়ে দেবীসিং পাড়ার দিকে রওনা হন। বাড়ির কাছে গিয়ে রাশিদুর নামলেও তাঁর স্ত্রী রিকশাতেই বসে ছিলেন। ওই সময় দুজন ছিনতাইকারী তাঁদের সামনে গিয়ে ধারালো অস্ত্র ঠেকায়। এ সময় তাঁদের মুঠোফোন, মানিব্যাগ, গুরুত্বপূর্ণ কাগজ, ২৬ হাজার টাকা ও ব্যাংকের আইডি কার্ড ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সেই সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর স্ত্রী ফাহমিদা সুলতানার বাঁ হাতের কিছু অংশ ধারালো অস্ত্রের আঘাতে কেটে যায়। ছিনতাইকারীরা ব্যাগ কেড়ে নেওয়ার সময় ফাহমিদার বোরকা ছিঁড়ে ফেলে।
রাশিদুর রহমানের দাবি, ওই মুহূর্তে পাশের মাদ্রাসা মসজিদে নামাজ চলছিল। তিনি চিৎকার করে ডাকাডাকি করলেও কোনো মানুষ এগিয়ে আসেননি। এই সুযোগে ছিনতাইকারীরা তাঁদের সবকিছু লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। ছিনতাইকারীদের একজনের মাথায় হেলমেট থাকলেও অন্যজনের মাথায় খালি ছিল। সিসিটিভি ক্যামেরায় তাঁকে শনাক্ত করা সম্ভব।
এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে ছিনতাইকারীদের খুঁজে বের করা হবে।
এর আগে ৩ জুন ভোরে ছিনতাইকারীর রাম দায়ের কোপে আহত হয়ে রেজাউল করিম (৪৫) নামের এক পুলিশ কর্মকর্তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নগরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নগর র
এছাড়াও পড়ুন:
আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’
এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স