ঢাকা থেকে রাজশাহীতে নিজ বাড়ির সামনে গিয়ে ছিনতাইকারীর কবলে ব্যাংকার দম্পতি
Published: 6th, June 2025 GMT
বেসরকারি ব্যাংকে কর্মরত এক দম্পতি ঢাকা থেকে রাজশাহীতে নিজ বাড়ির সামনে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন। আজ শুক্রবার সকালে নগরের দেবীসিং পাড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
ওই দম্পতি হলেন রাশিদুর রহমান ও ফাহমিদা সুলতানা। তাঁরা রাজধানীতে ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় কর্মরত।
রাশিদুর রহমান বলেন, আজ ভোরে ফজরের নামাজের সময় তাঁরা বাস থেকে নগরের তালাইমারি মোড়ে নামেন। সেখান থেকে তাঁরা একটা রিকশা নিয়ে দেবীসিং পাড়ার দিকে রওনা হন। বাড়ির কাছে গিয়ে রাশিদুর নামলেও তাঁর স্ত্রী রিকশাতেই বসে ছিলেন। ওই সময় দুজন ছিনতাইকারী তাঁদের সামনে গিয়ে ধারালো অস্ত্র ঠেকায়। এ সময় তাঁদের মুঠোফোন, মানিব্যাগ, গুরুত্বপূর্ণ কাগজ, ২৬ হাজার টাকা ও ব্যাংকের আইডি কার্ড ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সেই সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর স্ত্রী ফাহমিদা সুলতানার বাঁ হাতের কিছু অংশ ধারালো অস্ত্রের আঘাতে কেটে যায়। ছিনতাইকারীরা ব্যাগ কেড়ে নেওয়ার সময় ফাহমিদার বোরকা ছিঁড়ে ফেলে।
রাশিদুর রহমানের দাবি, ওই মুহূর্তে পাশের মাদ্রাসা মসজিদে নামাজ চলছিল। তিনি চিৎকার করে ডাকাডাকি করলেও কোনো মানুষ এগিয়ে আসেননি। এই সুযোগে ছিনতাইকারীরা তাঁদের সবকিছু লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। ছিনতাইকারীদের একজনের মাথায় হেলমেট থাকলেও অন্যজনের মাথায় খালি ছিল। সিসিটিভি ক্যামেরায় তাঁকে শনাক্ত করা সম্ভব।
এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে ছিনতাইকারীদের খুঁজে বের করা হবে।
এর আগে ৩ জুন ভোরে ছিনতাইকারীর রাম দায়ের কোপে আহত হয়ে রেজাউল করিম (৪৫) নামের এক পুলিশ কর্মকর্তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নগরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নগর র
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ