Risingbd:
2025-08-01@04:38:58 GMT

স্টিডের জায়গায় ওয়াল্টার

Published: 6th, June 2025 GMT

স্টিডের জায়গায় ওয়াল্টার

নিউ জিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল কোচ গ‌্যারি স্টিড। গত এপ্রিলের শুরুতে নিউ জিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান স্টিড। টেস্টের মেয়াদ ছিল জুনের শেষ পর্যন্ত। আগেভাগেই স্টিড জানিয়ে দিয়েছেন, চুক্তি শেষে বিদায় নেবেন তিনি।

তার জায়গায় নতুন কোচ পেয়েও গেছে ক্রিকেট নিউ জিল‌্যান্ড। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রব ওয়াল্টারকে তিন বছরের জন‌্য সব সংস্করণের জন‌্য নিয়োগ দিয়েছে কিউইরা।

স্টিড দায়িত্ব ছাড়ার পর নিউ জিল্যান্ড ক্রিকেট সাদা ও লাল বলের জন‌্য আলাদা কোচ চেয়েছিল। পরবর্তীতে ওয়াল্টারকে পছন্দ হয়ে যাওয়ায় তাকেই তিন সংস্করণে দায়িত্ব দিয়েছে তারা।

আরো পড়ুন:

নিউ জিল্যান্ডের ঘোরোয়া ক্রিকেট থেকে অবসরে ওয়াগনার

কিউদের বদলি অধিনায়ক ল্যাথামও চোটে

দায়িত্ব নিয়ে ওয়াল্টার বলেছেন, ‘নিউ জিল্যান্ড অনেক দিন ধরেই সফল একটি দল। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ ব্যাপার। সামনে অনেক বড় বড় টুর্নামেন্ট ও সিরিজ আছে। আমি দারুণ রোমাঞ্চিত, চ্যালেঞ্জও অনেক বড়। কাজ শুরু করার জন্য উন্মুখ হয়ে আছি।’

তার অধীনে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল বেশ সাফল‌্য পেয়েছিল। তার অধীনেই প্রোটিয়ারা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। গত এপ্রিলে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চুক্তি নবায়ন করেননি ওয়াল্টার।

এবার তার সামনে নতুন মিশন নিউ জিল‌্যান্ড ক্রিকট দল। তার অধীনেই ২০২৫-২৭ টেস্ট চ‌্যাম্পিয়নশিপ চক্র, ২০২৬ ও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নিউ জিল্যান্ড অংশ নেবে।

এদিকে গ‌্যারি স্টিডও ছিলেন সময়ের অন‌্যতম সেরা কোচ। ২০১৮ সালের মাইক হেসনের কাছ থেকে নিউ জিল্যান্ড দলের দায়িত্ব গ্রহণের পর গত সাত বছরে দারুণ সব সাফল্য উপহার দিয়েছেন। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয় উল্লেখযোগ‌্য।

২০১৯ বিশ্বকাপে অসাধারণ খেলে ফাইনালে ওঠে নিউ জিল্যান্ড। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে খেলে নিউ জিল্যান্ড। এছাড়াও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলে তারা। স্টিডের সাফল‌্যমণ্ডিত অধ্যায় শেষে ওয়াল্টার কিউইদের কতদূর নিয়ে যেতে পারে সেটাই দেখার। 
 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ফ ইন ল

এছাড়াও পড়ুন:

দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা

আধুনিক ফুটবলের দলবদল মানেই টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামা। প্রতি মৌসুমেই শীর্ষ দলগুলোর চোখ থাকে সেরা খেলোয়াড়দের দিকে। যেমন নির্দিষ্ট একটি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। শীর্ষ দশে আরও কারা আছে, একনজরে দেখে নেওয়া যাক।

১চেলসি (২০২৩–২৪)

খরচ: ৪৬ কোটি ৪০ লাখ ইউরো

২০২৩–২৪ মৌসুমে চেলসির দামি খেলোয়াড় মইসেস কাইসেদো

সম্পর্কিত নিবন্ধ

  • কলকাতায় বাংলাদেশি অভিনেত্রী গ্রেপ্তার , দাবি ভারতীয় গণমাধ্যমের
  • কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি অভিনেত্রী
  • ওভালে টস হেরে ব্যাটিংয়ে ভারত, একাদশে চার পরিবর্তন
  • অলিম্পিকে ক্রিকেট: খেলতে না পারার শঙ্কায় বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড
  • কর্মস্থলে অনুপস্থিত, পাঁচ প্রকৌশলী ও এক স্থপতি বরখাস্ত
  • গণপূর্ত অধিদপ্তরের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের স্থপতি বরখাস্
  • দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা
  • গাজায় হামলার নিন্দা জানালেও ইসরায়েলের সঙ্গে কেন বাণিজ্য চালিয়ে যাচ্ছে এসব দেশ
  • গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো
  • সরকারি পলিটেকনিকে ভর্তি: ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণদের সুযোগ