রোমাঞ্চিত শমিত, মাঝমাঠ নিয়ে ‘মধুর সমস্যায়’ কাবরেরা
Published: 6th, June 2025 GMT
ঈদের ছুটিতে ঢাকার রাস্তাগুলো অনেকটা সুনসান। তবে জাতীয় স্টেডিয়ামে জমে উঠেছে জাতীয় ফুটবল দলের ঘামঝরা প্রস্তুতি। ১০ জুন বিশ্বকাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে কঠিন পরীক্ষা। এ ম্যাচ দিয়েই লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডার হয়ে দুই ম্যাচ খেলা মিডফিল্ডার শমিত সোমের।
জাতীয় দলে শমিতের আগমন যেমন আশাবাদের বার্তা, তেমনি তৈরি করেছে একধরনের ‘মধুর সমস্যা’ও। ভুটানের বিপক্ষে হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়ারা মাঝমাঠে শক্তির মহড়া দিয়েছেন। জামাল সাধারণত ডিফেন্সিভ মিডে খেললেও সেদিন খেলেছেন ওপরের দিকে। হামজাও তা–ই। এখন হামজা, জামালদের মতো অভিজ্ঞ মিডফিল্ডারদের সঙ্গে যুক্ত হচ্ছেন কানাডা জাতীয় দলে দুটি ম্যাচ খেলা শমিতও।
নবাগত শমিতকে কোচ কাবরেরা একাদশে রাখবেন, সেটাই স্বাভাবিক। তবে কাকে বাদ দেবেন, কীভাবে একাদশ গড়বেন এ নিয়ে ভাবনায় পড়েছেন কোচ। তবে তিনি বিষয়টিকে ইতিবাচক প্রতিযোগিতা হিসেবেই দেখছেন। আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের কোচ বলেন, ‘এটা আসলে দারুণ এক সমস্যা (হাসি)। এখন দলে দুর্দান্ত প্রতিযোগিতা তৈরি হয়েছে। এটা দলের জন্য ভালো।’
শমিত নিজেও আপাতত জায়গা দখল নয়, বরং দলের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াতেই মনোযোগী। অনুশীলনের আগে সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, ‘আমি খেলতে মুখিয়ে আছি। বোঝার চেষ্টা করছি কীভাবে সবচেয়ে ভালোভাবে দলকে সাহায্য করতে পারি। কোচ অনেক তথ্য দিচ্ছেন, আমি তা বোঝার চেষ্টা করছি।’
এরই মধ্যে শমিত সম্পর্কে শুরুতেই ভালো একটা ধারণা পেয়ে গেছেন কাবরেরা, ‘ওর সম্পর্কে আমার প্রথম ইমপ্রেশন ভালো। এখন দেখতে হবে ম্যাচে সে কেমন খেলে।’
আজ জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শমিত সোম।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি