রোমাঞ্চিত শমিত, মাঝমাঠ নিয়ে ‘মধুর সমস্যায়’ কাবরেরা
Published: 6th, June 2025 GMT
ঈদের ছুটিতে ঢাকার রাস্তাগুলো অনেকটা সুনসান। তবে জাতীয় স্টেডিয়ামে জমে উঠেছে জাতীয় ফুটবল দলের ঘামঝরা প্রস্তুতি। ১০ জুন বিশ্বকাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে কঠিন পরীক্ষা। এ ম্যাচ দিয়েই লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডার হয়ে দুই ম্যাচ খেলা মিডফিল্ডার শমিত সোমের।
জাতীয় দলে শমিতের আগমন যেমন আশাবাদের বার্তা, তেমনি তৈরি করেছে একধরনের ‘মধুর সমস্যা’ও। ভুটানের বিপক্ষে হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়ারা মাঝমাঠে শক্তির মহড়া দিয়েছেন। জামাল সাধারণত ডিফেন্সিভ মিডে খেললেও সেদিন খেলেছেন ওপরের দিকে। হামজাও তা–ই। এখন হামজা, জামালদের মতো অভিজ্ঞ মিডফিল্ডারদের সঙ্গে যুক্ত হচ্ছেন কানাডা জাতীয় দলে দুটি ম্যাচ খেলা শমিতও।
নবাগত শমিতকে কোচ কাবরেরা একাদশে রাখবেন, সেটাই স্বাভাবিক। তবে কাকে বাদ দেবেন, কীভাবে একাদশ গড়বেন এ নিয়ে ভাবনায় পড়েছেন কোচ। তবে তিনি বিষয়টিকে ইতিবাচক প্রতিযোগিতা হিসেবেই দেখছেন। আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের কোচ বলেন, ‘এটা আসলে দারুণ এক সমস্যা (হাসি)। এখন দলে দুর্দান্ত প্রতিযোগিতা তৈরি হয়েছে। এটা দলের জন্য ভালো।’
শমিত নিজেও আপাতত জায়গা দখল নয়, বরং দলের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াতেই মনোযোগী। অনুশীলনের আগে সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, ‘আমি খেলতে মুখিয়ে আছি। বোঝার চেষ্টা করছি কীভাবে সবচেয়ে ভালোভাবে দলকে সাহায্য করতে পারি। কোচ অনেক তথ্য দিচ্ছেন, আমি তা বোঝার চেষ্টা করছি।’
এরই মধ্যে শমিত সম্পর্কে শুরুতেই ভালো একটা ধারণা পেয়ে গেছেন কাবরেরা, ‘ওর সম্পর্কে আমার প্রথম ইমপ্রেশন ভালো। এখন দেখতে হবে ম্যাচে সে কেমন খেলে।’
আজ জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শমিত সোম।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫