মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া কল্লিগাঁও এলাকায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে মাসুদ রানা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও দুই শিশু সন্তান।

শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ-ছনবাড়ি অভ্যন্তরীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা একই পরিবারের ৪ জনকে নিয়ে মাওয়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই নসিমনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে অটোরিকশার চালকসহ পাঁচ জন আহত হন।

আরো পড়ুন:

ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই মাসুদ রানার মৃত্যু হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘‘নিহত মাসুদ রানার লাশ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রতন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ