২ লাখ টাকার গরুর চামড়া ২০০ টাকায় বিক্রি
Published: 8th, June 2025 GMT
কুমিল্লায় সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি গরুর চামড়া। মাঠপর্যায়ে মৌসুমি খুচরা ব্যবসায়ীরা অধিকাংশ এলাকায় ২ লাখ টাকা দামের একটি বড় গরুর চামড়া মাত্র ২০০ টাকায় কিনেছেন। তবে নগরীর বিভিন্ন পয়েন্টে থাকা খুচরা ব্যাবসায়ীদের কাছ থেকে পাইকারী ব্যবসায়ীরা এসব চামড়া ৪০০ থেকে সাড়ে ৫শ’ টাকায় কিনেছেন। সরকার নির্ধারিত দামে যা দ্বিগুণ হওয়ার কথা।
ঈদের দিন শনিবার রাত ৮টার দিকে নগরীর লাকসাম রোডের কাসেমুল উলুম মাদরাসা ও এতিমখানার সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে বিনামূল্যে দান করা ১৬ শতাধিক গরুর চামড়া বিক্রির জন্য ট্রাকে তোলা হচ্ছে। সেখানে উপস্থিত শহরতলীর আমতলী এলাকার পাইকারী চামড়া ব্যবসায়ী মোকতার হোসেন সমকালকে বলেন, এতিমখানা থেকে এসব ছোট বড় চামড়া গড়ে ৫৬০ টাকায় কিনেছি। তবে নগরীর অন্য এলাকা থেকে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কিনেছি গড়ে ৪৫০ টাকায়।
চামড়া ব্যবসায়ী মোকতার বলেন, অধিকাংশ এলাকায় ২ লাখ টাকা দামের একটি বড় গরুর চামড়া মাত্র ২০০ টাকায় কিনেছেন খুচরা ব্যবসায়ীরা। তবে আমরা কিনেছি বেশি দাম দিয়ে। তিনি বলেন, ঢাকার চামড়াব্যবসা এখনো সিন্ডিকেটের কবলে। ১০ থেকে ১৫ দিন বাড়িতে রেখে লবন দিয়ে ঢাকায় পৌঁছনো পর্যন্ত লাভ না লোকসান হয়; তা-ও বলতে পারছি না। ঝুঁকি নিয়ে কিনেছি।
নগরীর রেসকোর্স এলাকার খুচরা ব্যবসায়ী রমিজ মোল্লা বলেন, গরুর চামড়া গড়ে ২০০ থেকে ৩০০ টাকায় বাড়ি বাড়ি গিয়ে কিনে গড়ে ৪০০ টাকায় বিক্রি করেছি। এর মধ্যে লেবার ও পরিবহন খরচ আছে।
কুমিল্লা শহরে চামড়া কেনাবেচার সবচেয়ে বৃহৎ এলাকা ঋষি পট্টিতে দেখা গেছে, মৌসুমি ব্যবসায়ী ও কোরবানিদাতাদের কাছ থেকে দুই লাখ টাকার গরুর চামড়া ২০০ থেকে ৩০০ টাকায় কিনে বাজার একচেটিয়া নিয়ন্ত্রণে রেখেছেন পট্টির চামড়া ব্যবসায়ীরা।
এদিকে ভারত সীমান্ত দিয়ে কোরবানির পশুর কাঁচা চামড়া ভারতে পাচার প্রতিরোধে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানান, বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনে হবিগঞ্জ থেকে শুরু করে ফেনী জেলা পর্যন্ত মোট ৩২৭ কিলোমিটার সীমান্ত। কুমিল্লা সেক্টরের অধীনে ২৫ বিজিবি ব্যাটালিয়ন, ৬০ বিজিবি ব্যাটালিয়ন, ১০ বিজিবি ব্যাটালিয়ন এবং চার বিজিবি ব্যাটালিয়ন টহল জোরদার করেছে ও সতর্ক রয়েছে।
এর আগে গত ২৬ মে কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এতে ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৬০-৬৫ টাকা, যা গত বছর ছিল ৫৫-৬০ টাকা। ঢাকার বাইরের গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫-৬০ টাকা, যা গত বছর ছিল ৫০-৫৫ টাকা। এছাড়া ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম এক হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এ ছাড়া খাসির লবণযুক্ত চামড়া ২২ থেকে ২৭ টাকা ও বকরির চামড়া ২০-২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫