খুলনার লবণচরা থানার দারোগার ভিটা এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার জন। সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে একটি আম ভর্তি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রূপসা সেতুর কিছু আগে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়। 

ঘটনাস্থলেই ইজিবাইকের চালক রফিকুল ইসলাম ও ইজিবাইকের যাত্রী ১২ বছরের শিশু তানজীম নিহত হয়। নিহত রফিকুল লবণচরা এলাকার মোক্তার হোসেন সড়কের বাসিন্দা এবং তানজীম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পূর্বানী দুর্গাপুর গ্রামের দুলাল পাটোয়ারির ছেলে। ইজিবাইকের যাত্রীরা সবাই চাঁদপুর জেলা থেকে খুলনায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। 

ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ  আহত ৪ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

লবণচরা থানার ওসি মো.

তৌহিদুজ্জামান বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ