জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। অনলাইনে ভুয়া ওয়েবসাইট, পেইজ ও গ্রুপের মাধ্যমে টিকেট বিক্রির নামে কিছু প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে, যারা দর্শকদের ঠকিয়ে দিচ্ছে—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে নিয়মিতভাবে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে কিছু প্রতারক সিন্ডিকেট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেক একাউন্ট খুলে টিকেট বিক্রির নামে টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক দর্শক এসব সূত্র থেকে টিকেট কিনে হলে এসে পড়ছেন বিপাকে—তারা বুঝতে পারছেন, টিকেটটি বৈধ নয়। বিষয়টি প্রতিষ্ঠানটির নজরে আসার পর দ্রুত তারা সতর্কতামূলক উদ্যোগ গ্রহণ করেছে।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন,
“বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না কোনো দর্শক প্রতারণার শিকার হোক। সবাইকে অনুরোধ করছি, ভুয়া ওয়েবসাইট বা ফেসবুক পেইজ থেকে টিকেট না কিনে শুধু আমাদের অফিসিয়াল চ্যানেল ব্যবহার করুন।”

দর্শকদের উদ্দেশে তিনি আরো বলেন, “www.

cineplexbd.com এবং আমাদের অফিসিয়াল মেসেঞ্জার m.me/mycineplex ছাড়া অন্য কোথাও থেকে অনলাইনে টিকেট কিনবেন না। কারো সঙ্গে আপনার ব্যক্তিগত বা পেমেন্ট সংক্রান্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। এছাড়া, আমাদের যেকোনো শাখার কাউন্টার থেকেও সরাসরি টিকেট সংগ্রহ করতে পারেন।”

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বিশ্বাস করে, দর্শকদের সঙ্গে গড়ে ওঠা দীর্ঘদিনের আস্থা ও সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা যেন সফল না হয়—এজন্যই এ ধরনের প্রতারণার বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

ঢাকা/রাহাত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ