সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা সব সময় বলছেন, নির্দোষরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। তার তো তদন্ত শেষ হয়নি।

তদন্ত শেষে আব্দুল হামিদ দোষী হলে শাস্তি পাবেন আর নির্দোষ হলে ছাড়া পাবেন। আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। সোমবার (৯ জুন) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, তাকে বিদেশে যেতে দেয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী তারা নির্দোষ হলে ছাড়া পাবে আর দোষী হলে শাস্তি পাবে। 

আড়াইহাজার ডাকাত প্রবন এলাকা উল্লেখ করে তিনি বলেন, ডাকাতি বন্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ করবেন। সবাই চেষ্টা করলে ডাকাতি অবশ্যই বন্ধ হবে। এবার দেশবাসী শান্তিপূর্ণভাবে ঈদ উৎযাপন করেছেন। মাদক ও ডাকাতির ব্যাপারে জনগণকে সচেতন করবেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কি ছিল তা আপনারা জানেন। এখন ভালো হচ্ছে। আমরা পুলিশের জন্য ২শ’ গাড়ি ক্রয় করছি। পরে প্রত্যেকটি থানার জন্য গাড়ি দেওয়া হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন, ওসি (তদন্ত) সাইফুউদ্দিন উপস্থিত ছিলেন। 

এসময় তিনি পুলিশ সদস্যদের নিজ এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ তদন ত

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার

ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। একজন ফিলিস্তিনি বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের-ইয়েরুশালমি। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী।

জানা যায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিখোঁজ ছিলেন।

ওই ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে একটি কুকুর রয়েছে। তাঁরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুনফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ০১ নভেম্বর ২০২৫

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নউর ওদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলে ‘রাজনৈতিক ও আইনি ঝড়’ তৈরি করেছে। তবে আটক হওয়া ব্যক্তির ওপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন‘স্বপ্ন ছিল বুকে জড়িয়ে ধরার, এখন আশা দাফনটা যদি অন্তত করতে পারি’২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ