মহাবিশ্বের অন্য কোনো স্থানে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব রয়েছে বলে দীর্ঘদিন ধরেই ধারণা করছেন অনেক বিজ্ঞানী। ভিনগ্রহের প্রাণীদের সন্ধান পেতে নানা ধরনের কৌশল নিয়ে কাজও করছেন তাঁরা। তবে সফলতা না আসায় এবার ভিনগ্রহের প্রাণীদের সন্ধান পেতে নতুন এক কম্পিউটার মডেল তৈরি করেছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ ড্যানিয়েল আপাইয়ের নেতৃত্বে একদল বিজ্ঞানী নতুন এই কম্পিউটার মডেল তৈরি করেছেন। বিজ্ঞানীদের তথ্যমতে, সৌরজগতের বাইরে থাকা নক্ষত্রকে প্রদক্ষিণকারী গ্রহের বাসযোগ্যতা মূল্যায়নের জন্য অভিনব এই কম্পিউটার মডেল তৈরি করা হয়েছে। ঐতিহ্যগতভাবে বিভিন্ন গ্রহে প্রাণের সন্ধানে পানির উপস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়। এবার পানিনির্ভর মডেলের বাইরে তাপমাত্রা, বিপাকীয় কার্যকারিতাসহ অন্য বেশ কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে নতুন এই মডেল তৈরি করা হয়েছে।

আরও পড়ুনভিনগ্রহের প্রাণীর সন্ধানে মহাকাশযান পাঠাচ্ছে নাসা০৮ অক্টোবর ২০২৪

ড্যানিয়েল আপাই বলেন, ‘পৃথিবীতে জীবের বেঁচে থাকার জন্য বিভিন্ন অবস্থার প্রয়োজন হয়। নির্দিষ্ট জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করে আমরা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি। আসলে প্রাণের বাসযোগ্যতা সহজে কোনো উত্তরের মাধ্যমে জানা যায় না। সম্ভাব্য উত্তর গণনা করার জন্য কম্পিউটার মডেল বিভিন্ন তথ্যের মধ্যে তুলনা করে। পানিকে একটি মূল কারণ বলে ধরে নেওয়ার পরিবর্তে আমরা জীবের প্রয়োজনীয় অবস্থাকে জীব মডেল হিসেবে বিবেচনা করছি। চারপাশের পরিবেশের উপস্থিতিকে আমরা আবাস্থল নির্ভর মডেল হিসেবে বোঝার জন্য ব্যবহার করছি।’

বিজ্ঞানীরা মূলত প্রাণ বা জীবের চাহিদা মূল্যায়ন করে বাসযোগ্যতা মূল্যায়নের মডেল তৈরি করেছেন। নতুন এ কম্পিউটার মডেল বিভিন্ন গ্রহের মিথেনোজেন নামের প্রাচীন জীবাণু মূল্যায়ন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

থানায় হয়রানিমুক্ত সেবা দেওয়ার আহ্বান আইজিপির

থানায় জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি বলেন, “থানায় এসে কেউ যেন অপমানিত না হয়, থানার দরজা যেন মানুষের জন্য খোলা থাকে। থানার পরিবেশ যেন হয় সাহচর্যের, আতঙ্কের নয়। থানাই হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা।”

আইজিপি বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের এর সম্মেলন কক্ষে ‌‘থানায় হয়রানিমুক্ত ও আইনগত সার্ভিস ডেলিভারি প্রদানের মাধ্যমে জনআস্থা পুনরুদ্ধারে পুলিশের করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

আরো পড়ুন:

লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত

সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর ভারপ্রাপ্ত রেক্টর এস এম রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (ট্রেনিং) ড. এ এফ এম মাসুম রব্বানী, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাহারুল আলম বলেন, “আমাদের পেছনের পথ ছিল অনেক ভুল সিদ্ধান্তের ফলাফল। আমরা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি।”

“আমাদের আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে। আসুন, আমরা প্রতিজ্ঞা করি, আমরা যেন হয়রানিমুক্ত সেবা দেই। থানায় অভিযোগ করতে এসে কেউ যেন অপমানিত না হয়, থানার দরজা যেন মানুষের জন্য খোলা থাকে। আমাদের আচরণ যেন মানবিক হয় এবং আমরা যেন জনমুখী সেবা দিতে পারি।”

পুলিশ প্রধান বলেন, “জুলাই বিপ্লব কেবল একটি ঘটনা প্রবাহ নয়। এটি ছিল ন্যায়, মানবতা ও দায়িত্ববোধের এক জাগরণ। এ জাগরণ আমাদের স্মরণ করিয়ে দিয়েছে, সেবাই আমাদের প্রকৃত পরিচয়, জনগণই ক্ষমতার উৎস।”

কর্মশালায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫৯ জন কর্মকর্তা অংশ নেন। 

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত নিবন্ধ