আড়াইহাজারে পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ
Published: 10th, June 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ইয়াবা দিয়ে এক ফার্মেসি ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সাদেকুর রহমান। তিনি গোপালদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং দীর্ঘদিন ধরে বাজারে ফার্মেসি ব্যবসা করে আসছেন।
সাদেকুর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ৪ জুন রাত সাড়ে ৮টার দিকে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসএসআই কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫) তার ফার্মেসিতে গিয়ে নিজেদের পরিচয় দেন এবং দোকানে প্রবেশ করে ওষুধ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
একপর্যায়ে তারা একটি কাগজ মোড়ানো প্যাকেট বের করে সেটিকে ইয়াবা হিসেবে দাবি করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে দেড় লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হলে তারা ৫০ হাজার টাকায় বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন।
সাদেকুর রহমান অভিযোগ করেন, এটি একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে এবং তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই কুতুবউদ্দিন বলেন, “আপনি ওসি সাহেবের সঙ্গে কথা বলেন। বিষয়টা নিয়ে তদন্ত চলছে। তারপর বোঝা যাবে কে দোষী আর কে নির্দোষী।”
ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো.
সহকারী পুলিশ সুপার (আড়াইহাজার সার্কেল) মেহেদী হাসান বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব যবস য় ন র য়ণগঞ জ ব যবস তদন ত
এছাড়াও পড়ুন:
নাগরিক সমস্যা নিয়ে নাসিক প্রশাসককে আমরা নারায়ণগঞ্জবাসীর স্মারকলিপি
নারায়ণগঞ্জ শহরের যানজট ও বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত সচিব এর নিকট ১১ দফা দাবী বাস্তবায়নে স্মারকলিপি পেশ করেছে আমরা নারায়ণগঞ্জকাসী।
সোমবার (২৩ জুন) আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি পেশ করেন।
এ সময় নাসিক প্রশাসক গভীর মনোযোগের সাথে দাবিসমূহ শ্রবন করেন এবং দাবিগুলি যৌক্তিক বলে মত প্রকাশ করে স্মারকলিপি গ্রহনপূর্বক উহা দ্রুত সমাধানে সচেষ্ট হবেন বলে আশ্বস্ত করেন।
১১ দফা দাবিগুলো হলো-
১। বন্দরবাসীর দূর্ভোগ লাঘবে কদম রসুল সেতুর প্রয়োজনীয় র্যাম্প পরিবর্তন করে দ্রুত নির্মান কাজ শুরু করা।
২। জন দূর্ভোগ নিরসনে বঙ্গবন্ধু সড়কের ড্রেন ও ফুটপাত সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা।
৩। রাসেল পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল খালের পানিতে ভাসমান কচুরীপানা ও ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করে তা প্রতি মাসে অন্তত: দুই বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবী জানাচ্ছি।
৪। বঙ্গবন্ধু রোড সহ শহরের সকল সড়ক বাতি এবং রাসেল পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল লেকের চতুর্পাশে স্থাপিত সড়ক বাতিগুলি ধারাবাহিক ভাবে সচল রাখা।
৫। মীরজুমলা রোড সম্পূর্ণ হকার মুক্ত করে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা।
৬। ক) ২নং গেইট এর মোড় দিয়ে উল্টো পথে পশ্চিমে আলী আহাম্মদ চুনকা সড়কে অবৈধ ভাবে যান চলাচল প্রবেশ বন্ধ করা।
খ) বঙ্গবন্ধু সড়কের গলাচিপা মোড় থেকে উল্টোপথে ডানদিকে তথা দক্ষিনে যান চলাচল বন্ধ করা।
গ) ২নং গেইট দিয়ে দক্ষিণে বঙ্গবন্ধু সড়কের বিভাজকের দুই পার্শ্বেই গাড়ি চলাচলা নিশ্চিত করা।
ঘ) ২নং রেল গেইট থেকে বাস ষ্টোপেজ অপসারণ এবং এসএস রোড (চেম্বার রোড) থেকে বাম দিকে কোনাকুনি (মুক্তিযোদ্ধা স্তম্ভ সংলগ্ন) বঙ্গবন্ধু সড়কে যাওয়ার ফুটপাতও রাস্তাটি হকার মুক্ত করে পথচারী ও যান চলাচলে উন্মুক্ত করা।
ঙ) ২নং গেইট হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন দেওভোগ অঞ্চলে প্রবেশের জন্য প্রবেশ পথ তৈরি করা।
৭। ২নং গেইট তথা আলমাস পয়েন্ট থেকে উত্তরে ২নং রেল গেইট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পার্শ্বের রাস্তাটি ১০/১৫ ফুট প্রশস্ত করা।
৮। চাষাড়া মোড়ের সোনালী ব্যাংকের সম্মুখে বঙ্গবন্ধু সড়কের পূর্ব পার্শ্বটি যান চলাচলে উন্মুক্ত রাখতে অবৈধ মিশুক ও সিএনজি ষ্টেশন অপসারন করা।
৯। শায়েস্তা খান সড়কে সুয়ারেজ পাইপ লাইন স্থাপন দ্রুত সম্পন্ন করা।
১০। ২নং রেল গেইট থেকে রেল লাইনের পাশ দিয়ে চাষাড়া পর্যন্ত অস্থায়ী রাস্তাটি সংস্কার ও চালু করতে হবে।
১১। রাসেল পার্কে চারুকলা ভবনের নিচতলায় তরুন ছাত্রদের কুংফু কারাতে প্রশিক্ষন ব্যবস্থাটি পুনরায় চালু করা অথবা বিকল্প ব্যবস্থা গ্রহন করা।
স্মারকলিপি দাখিলের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, কুতুবউদ্দিন আহম্মদ, বীরমুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, হাজী মোঃ রমজান উল রশীদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সম্পাদকমন্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, অধ্যাপক জাহাঙ্গীর আহম্মদ জাগু, গোলাম রসুল রফিক, ক্রীড়া সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর কবির পোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, সমাজ কল্যাণ সম্পাদক রাজীউদ্দিন আহম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিমন শিপলু, যুব বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, আবুল হোসেন সরদার, কার্যকরী সদস্য হাফেজ শফি আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোড়ল, তাপস সাহা, কামাল হোসেন মিলন প্রমুখ।