ঈশ্বরদীতে মহাসড়কে লিচু কেনাবেচা, কাভার্ড ভ্যানের চাপায় নিহত ৩
Published: 11th, June 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লিচু বিক্রেতা ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকার আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) ও মেয়ে পূর্ণতা (৮)। এ ঘটনায় মফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন লিচুর মৌসুম। বাগান থেকে লিচু নিয়ে বিক্রির জন্য অনেকে মহাসড়কে দাঁড়িয়ে থাকেন। দূরদূরান্তের যাত্রীরা এসব লিচু কিনে নেন। আজ সকাল সাতটার দিকে আনিসুর রহমান তাঁর বাগানের কিছু লিচু নিয়ে বিক্রির জন্য মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রী–সন্তান নিয়ে ফিরছিলেন মফিজুল ইসলাম। তিনি মোটরসাইকেল থামিয়ে লিচু দরদাম করছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান এসে তাঁদের চাপা দেয়।
ঘটনাস্থালেই লিচু বিক্রেতা আনিসুর রহমান এবং মফিজুল ইসলামের স্ত্রী ও মেয়ে নিহত হন। মফিজুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হতাহতের তথ্য নিশ্চিত করে পাকশী হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোশফিকুর রহমান বলেন, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। কাভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র রহম ন
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।