ইসরায়েলের দুই উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যসহ চার দেশ। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের সঙ্গে একজোট হয়ে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সম্পদ জব্দ এবং তাঁদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। তাঁরা দুজনই পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বাসিন্দা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের সঙ্গে বিরল মতবিরোধের ইঙ্গিত দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কো রুবিও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের নিন্দা জানায়।’

রুবিও মনে করেন, এ সিদ্ধান্তের কারণে গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা প্রচেষ্টা এগোবে না, যুদ্ধ শেষ হবে না এবং ২০ মাস আগে হামাস যে ইসরায়েলি জিম্মিদের অপহরণ করেছিল, তাদের ঘরে ফেরানোও সম্ভব হবে না।

মার্কো রুবিও ইসরায়েলি মন্ত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।

রুবিও বলেন, ‘আমরা দুই পক্ষকে এক পাল্লায় মাপার এ চিন্তা মানি না। হামাস একটি সন্ত্রাসী সংগঠন। আমরা আমাদের মিত্রদের মনে করিয়ে দিচ্ছি যে আসল শত্রুকে ভুলে গেলে চলবে না।’

পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি অপর চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বেন-গভির ও স্মোট্রিচ উগ্র সহিংসতাকে উসকে দিয়েছেন এবং ফিলিস্তিনিদের মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘন করেছেন। এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এখন আমরা দায়ীদের জবাবদিহির আওতায় আনতে এই পদক্ষেপ নিয়েছি।’

আরও পড়ুনগাজায় হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান আব্বাসের১৬ ঘণ্টা আগে

এ বিষয়ে জানেন, এমন দুটি সূত্র বলেছে, পাঁচ দেশের এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে আর্থিক লেনদেনে কড়াকড়ি ও ভ্রমণ নিষেধাজ্ঞা।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার পাঁচ দেশের এই পদক্ষেপকে চরম অপমানজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কীভাবে এর জবাব দেওয়া হবে, তা ঠিক করতে ইসরায়েল সরকার আগামী সপ্তাহের শুরুতেই একটি বিশেষ বৈঠক করবে।

এদিকে হেবরন হিলস এলাকায় একটি নতুন ইহুদি বসতির উদ্বোধন অনুষ্ঠানে ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেছেন, ‘আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। ঈশ্বরের ইচ্ছায় আমরা বসতি গড়ে তোলার কাজ চালিয়ে যাব।’

আরও পড়ুনগাজায় হামাসবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু০৬ জুন ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরর ষ ট রমন ত র ইসর য় ল মন ত র য ক তর ইসর য

এছাড়াও পড়ুন:

বন্ধুদের নিয়ে ‘উড়াল’

আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।

পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’

শুটিংয়র ফাঁকে তোলা ছবি

সম্পর্কিত নিবন্ধ