লন্ডনে ড. ইউনূসকে স্বাগত, ছিল বিক্ষোভও
Published: 11th, June 2025 GMT
চার দিনের সফরে যুক্তরাজ্য গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে হোটেলে পৌঁছালে সেখানে তাঁকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। তবে যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতাকর্মী এ সময় বিক্ষোভ প্রদর্শন করে। আর ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধি পরিচয়ে কাজ করা চারটি সংগঠন যৌথভাবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে একটি চিঠি দিয়েছেন।
ড.
ইউনূসকে স্বাগত জানান প্রবাসীরা
হিথ্রো বিমানবন্দর থেকে ড. ইউনূস সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে যান। এ সময় তাঁকে স্বাগত জানাতে হোটেলের সামনে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। তারা হোটেলের সামনে তাঁর পক্ষে স্লাগান দেন। এ সময় অনেকের হাতে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানার দেখা যায়। সমাবেশে অনেকের মধ্যে ছিলেন জামায়াত নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা সালেহ আহমদ প্রমুখ।
ছিল বিক্ষোভও
ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও এতে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রণজিত সরকার, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি।
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ইউরোপীয় নাগরিক সমাজের পক্ষ থেকে যুক্তরাজ্যের ইবিএফ কমিউনিকেশনস ডিরেক্টর ক্রিস ব্ল্যাকবার্ন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা, বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ জার্মানির ব্রাসেলস ক্লাউস স্ট্রেম্পেল, তুরস্কের আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী তারিক গুনেরসেলের লেখা একটি চিঠি দেওয়া হয় গত ৯ জুন। তাতে বাংলাদেশে গ্রেপ্তার-আটক, হয়রানি, ধর্মনিরপেক্ষ প্রতীকগুলো লক্ষ্যবস্তু করা, ১ হাজার ৫০০টিরও বেশি ম্যুরাল ও ভাস্কর্য ভাঙা, ধানমন্ডি ৩২ নম্বর জাদুঘর ভেঙে ফেলা, বয়স্ক মুক্তিযোদ্ধাদের কারাগারে পাঠানোর কথা বলা হয়।
চিঠিতে স্টারমারকে বলা হয়, ড. ইউনূসের সঙ্গে আপনার বা আন্তর্জাতিক নেতাদের যোগাযোগ এমন একটি শাসনব্যবস্থাকে বৈধতা দেবে, যারা দৃশ্যত গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সরে যাচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ড ইউন স য ক তর জ য স ব গত মন ত র ইউন স ধ নমন আওয় ম
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে