পরিবেশ রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত
Published: 12th, June 2025 GMT
পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘এই গাছগুলো পানির স্তর নিচে নামায়, পরিবেশের জন্যও ক্ষতিকর। তাই এগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তুলা চাষের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘‘এবার থেকে তুলাকে অর্থকরী ফসল হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন এটি কৃষিপণ্য হিসেবেও বিবেচিত হচ্ছে। কৃষকদের জন্য এটি লাভজনক করতে হবে, না হলে তারা চাষে আগ্রহী হবে না।’’
তিনি আরও বলেন, ‘‘বিনার অনেক জায়গা অব্যবহৃত পড়ে আছে। এই জমিগুলো যেন পতিত না থাকে, তা নিশ্চিত করতে হবে। তুলা গবেষণায় এখনও যতটা অগ্রগতি হওয়া উচিত ছিল, তা হয়নি। তবে রিসার্চ ভালো হচ্ছে। তুলার পাশাপাশি ফলের গাছ নিয়েও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।’’
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো.
রফিক//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে