ক্লাব বিশ্বকাপ শুরুর আগে রিয়াল মাদ্রিদ যেখানে ব্যতিক্রম
Published: 13th, June 2025 GMT
উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন চ্যাম্পিয়ন পিএসজি আছে, আছে লিওনেল মেসির ইন্টার মায়ামিও। প্রিমিয়ার লিগের অন্যতম ‘পাওয়ার হাউস’ ম্যানচেস্টার সিটিও আছে।
তবে এসব দলের কেউই এখন পর্যন্ত ফিফা ক্লাব বিশ্বকাপে সাড়া ফেলতে পারেনি। আগামীকাল শুরু হতে যাওয়া ৩২ দলের এই আসরের প্রায় সব দলের প্রথম ম্যাচের অনেক টিকিট এখনো অবিক্রীত।
তবে ব্যতিক্রম রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ‘এইচ’ গ্রুপে থাকা রিয়ালের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরবের আল হিলাল। ১৮ জুনের ম্যাচটির ৬৫ হাজার ৩২৬ টিকিটের সবই ‘সোল্ড আউট’ বলে জানিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠান।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রিয়াল-হিলাল ম্যাচের টিকিট শুধু রিসেলে (পুনর্বিক্রি) পাওয়া যাচ্ছে। যা কেনা যাবে অফিশিয়াল টিকিট এজেন্সি টিকিটমাস্টারে। সবচেয়ে সস্তা টিকিটের দাম পড়ছে ২৫০ মার্কিন ডলার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়েই রিয়াল কোচ হিসেবে জাবি আলোনসোর অভিষেক হবে।
দ্য অ্যাথলেটিকের খবরে বলা হয়েছে, ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের টিকিট বিক্রির ধীরগতি নিয়ে ফিফা চিন্তিত। আগামীকাল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ও মিসরের আল আহলি। মেসির মতো খেলোয়াড় থাকার পরও টুর্নামেন্ট শুরুর একদিন আগেও টিকিট বিক্রি শেষ হয়নি।
আরও পড়ুনআর্জেন্টিনা-ব্রাজিলের ‘সেঞ্চুরি’, ৪৪ বছর বয়সী গোলকিপার, বিশ্বকাপজয়ী ২৬—সংখ্যায় ক্লাব বিশ্বকাপ২০ ঘণ্টা আগেটুর্নামেন্টের প্রথম ম্যাচে বিপুল দর্শক সমাগম নিশ্চিত করতে বিশেষ একটি উদ্যোগও নিয়েছে ফিফা। মায়ামি ডেড কলেজের শিক্ষার্থীরা ২০ ডলার দিয়ে ১ টিকিট কিনলে তাদের আরও ৪টি টিকিট ফ্রি দেওয়া হবে। তবে টিকিটের দাম এবং সহজলভ্যতায় রিয়াল মাদ্রিদের ম্যাচের চিত্র সম্পূর্ণ উল্টো।
১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২২ জুন পাচুয়ার বিপক্ষে। ম্যাচটি হবে নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। ৭৪ হাজার দর্শক ধারণক্ষমতার ম্যাচটির সবচেয়ে সস্তা টিকিটের দামও ১১৫ মার্কিন ডলার, যা উদ্বোধনী ম্যাচের টিকিটের চেয়ে কয়েক গুণ দামি। গ্রুপে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ ২৬ জুন সাল্জবুর্গের বিপক্ষে। ফিলাডেলফিয়ার ম্যাচটির টিকিট এখনো পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনশেফিল্ডে কত বেতন পেতেন হামজা, আগামী মৌসুমে খেলবেন কোন ক্লাবে১২ জুন ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র প রথম ম য চ র ক ল ব ব শ বক প
এছাড়াও পড়ুন:
যশোরে ৪ আইনজীবীকে বহিষ্কার
যশোরে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আইনজীবীকে জেলা আইনজীবী সমিতি থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম.এ. গফুর।
অভিযুক্ত আইনজীবীরা হলেন- আব্দুর রাজ্জাক, সৈয়দ কবীর হোসেন জনি, রফিকুল ইসলাম এবং তরফদার আব্দুল মুকিত।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, ওই চার আইনজীবীর মধ্যে আব্দুর রাজ্জাক এক এনজিওর ৪১ লাখ ১২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। ওই টাকা ফেরত দিতে তিনি অঙ্গীকার করে ১৫ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু পরবর্তীতে ওই চেক ডিজ অনার হয় এবং একই সাথে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় মক্কেল আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন।
অন্যদিকে, সৈয়দ কবীর হোসেন জনি একটি জমি ক্রয় করেন। কিন্তু ওই জমির মালিককে পূর্ণাঙ্গ টাকা না দিয়ে তালবাহানা করেন। শেষমেষ আট লাখ টাকা না দেওয়ায় জমির মালিক আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন।
এছাড়া, রফিকুল ইসলাম নিজে আইনজীবী হয়েও আরেক আইনজীবী নুরুল ইসলামকে নির্বাহী আদালতে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় নুরুল ইসলাম অভিযোগ দেন। অন্যদিকে, তরফদার আব্দুল মুকিত এক মক্কেলের কাছ থেকে টাকা নিয়ে কাজ করেননি। এছাড়া তিনি ওই মক্কেলের কাগজপত্র আটকে রেখে জিম্মি করে রাখেন। বাধ্য হয়ে তিনি মুকিতের বিরুদ্ধে অভিযোগ দেন সমিতিতে।
এসব অভিযোগ জেলা আইনজীবী সমিতি পৃথকভাবে তদন্ত করে। একই সাথে চার আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম.এ. গফুর।
তিনি বলেন, “বৃহস্পতিবার লিখিতভাবে তাদেরকে নোটিশ দিয়ে অবগত করা হবে।”
ঢাকা/রিটন/এস