ক্লাব বিশ্বকাপ শুরুর আগে রিয়াল মাদ্রিদ যেখানে ব্যতিক্রম
Published: 13th, June 2025 GMT
উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন চ্যাম্পিয়ন পিএসজি আছে, আছে লিওনেল মেসির ইন্টার মায়ামিও। প্রিমিয়ার লিগের অন্যতম ‘পাওয়ার হাউস’ ম্যানচেস্টার সিটিও আছে।
তবে এসব দলের কেউই এখন পর্যন্ত ফিফা ক্লাব বিশ্বকাপে সাড়া ফেলতে পারেনি। আগামীকাল শুরু হতে যাওয়া ৩২ দলের এই আসরের প্রায় সব দলের প্রথম ম্যাচের অনেক টিকিট এখনো অবিক্রীত।
তবে ব্যতিক্রম রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ‘এইচ’ গ্রুপে থাকা রিয়ালের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরবের আল হিলাল। ১৮ জুনের ম্যাচটির ৬৫ হাজার ৩২৬ টিকিটের সবই ‘সোল্ড আউট’ বলে জানিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠান।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রিয়াল-হিলাল ম্যাচের টিকিট শুধু রিসেলে (পুনর্বিক্রি) পাওয়া যাচ্ছে। যা কেনা যাবে অফিশিয়াল টিকিট এজেন্সি টিকিটমাস্টারে। সবচেয়ে সস্তা টিকিটের দাম পড়ছে ২৫০ মার্কিন ডলার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়েই রিয়াল কোচ হিসেবে জাবি আলোনসোর অভিষেক হবে।
দ্য অ্যাথলেটিকের খবরে বলা হয়েছে, ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের টিকিট বিক্রির ধীরগতি নিয়ে ফিফা চিন্তিত। আগামীকাল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ও মিসরের আল আহলি। মেসির মতো খেলোয়াড় থাকার পরও টুর্নামেন্ট শুরুর একদিন আগেও টিকিট বিক্রি শেষ হয়নি।
আরও পড়ুনআর্জেন্টিনা-ব্রাজিলের ‘সেঞ্চুরি’, ৪৪ বছর বয়সী গোলকিপার, বিশ্বকাপজয়ী ২৬—সংখ্যায় ক্লাব বিশ্বকাপ২০ ঘণ্টা আগেটুর্নামেন্টের প্রথম ম্যাচে বিপুল দর্শক সমাগম নিশ্চিত করতে বিশেষ একটি উদ্যোগও নিয়েছে ফিফা। মায়ামি ডেড কলেজের শিক্ষার্থীরা ২০ ডলার দিয়ে ১ টিকিট কিনলে তাদের আরও ৪টি টিকিট ফ্রি দেওয়া হবে। তবে টিকিটের দাম এবং সহজলভ্যতায় রিয়াল মাদ্রিদের ম্যাচের চিত্র সম্পূর্ণ উল্টো।
১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২২ জুন পাচুয়ার বিপক্ষে। ম্যাচটি হবে নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। ৭৪ হাজার দর্শক ধারণক্ষমতার ম্যাচটির সবচেয়ে সস্তা টিকিটের দামও ১১৫ মার্কিন ডলার, যা উদ্বোধনী ম্যাচের টিকিটের চেয়ে কয়েক গুণ দামি। গ্রুপে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ ২৬ জুন সাল্জবুর্গের বিপক্ষে। ফিলাডেলফিয়ার ম্যাচটির টিকিট এখনো পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনশেফিল্ডে কত বেতন পেতেন হামজা, আগামী মৌসুমে খেলবেন কোন ক্লাবে১২ জুন ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র প রথম ম য চ র ক ল ব ব শ বক প
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’