‘উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কথা শুনে আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছি। আমার শরীর কাঁপছে। আমি কথা বলতে পারছি না। যা ঘটেছে, তা শুনে আমার মন এখন একেবারেই শূন্য।’ কথাগুলো বলছিলেন ভূমি চৌহান।

লন্ডনে থাকেন স্বামীর সঙ্গে। দুই বছর পর এসেছেন ভারতে ছুটি কাটাতে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিতে গতকাল তাঁর লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল।

রিপাবলিক টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমি চৌহান আহমেদাবাদের ফ্লাইটে থাকার কথা ছিল, কিন্তু যানজটে আটকা পড়ায় তিনি কয়েক মিনিটের জন্য উড়োজাহাজটিতে উঠতে পারেননি।

ফ্লাইটে উঠতে না পারায় বেলা দেড়টার দিকে ভূমি সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। বেলা ১টা ৩৮ মিনিটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি উড্ডয়ন করে এবং কয়েক মিনিট পরেই বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার খবর পান ভূমি।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১টা ৩৮ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে ভারতীয় এয়ারলাইনস এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি। ২৪২ জন আরোহী নিয়ে একটি ভবনের ওপর আছড়ে পড়ে উড়োজাহাজটি। ভয়াবহ এ দুর্ঘটনায় ২৪১ জনের বেশি নিহত হয়েছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ