সাবরিনা কার্পেন্টারের সঙ্গে বিচ্ছেদ করে বিপদে ব্যারি কেওগান
Published: 13th, June 2025 GMT
যুক্তরাষ্ট্রের তারকা গায়িকা ২৬ বছর বয়সী সাবরিনা কার্পেন্টার। বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান ‘প্লিজ, প্লিজ, প্লিজ’ গানটি দিয়ে। এই গানে সাবরিনা কার্পেন্টারের সঙ্গে মডেল হয়েছিলেন আইরিশ অভিনেতা ব্যারি কেওগান। তাদের রোমান্সে বুঁদ হয়েছিলেন নেটিজেনরা। সত্যিকার অর্থেই একে অন্যের প্রেমে জড়িয়ে পড়েন তারা।
পেজ সিক্স-এর তথ্য, সম্প্রতি আইরিশ অভিনেতা ব্যারি কেওগানের সাথে সম্পর্কের ইতি টেনেছেন। তাদের ঘনিষ্ঠজন বলছিলেন, কার্পেন্টার বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে ৩২ বছর বয়সী কেওগানের দিকে নেটিজেনরা আঙুলে তোলেন। কেওগানের বিরুদ্ধে তারা প্রতারণার অভিযোগ আনেন।’’
নেটিজেনদের অভিযোগ আমলে নিয়ে কেওগান সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে রাখেন। এতে কেওগান আরও বেশি সমালোচনায় মুখে পড়েন।
আরো পড়ুন:
বাবা হারালেন পপতারকা রিয়ান্না
মঞ্চে পড়ে গিয়েও প্রশংসা কুড়াচ্ছেন শাকিরা
যদিও কেওগান সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি। এর আগে তিনি এক্স হ্যান্ডেলে নেটিজেনদের উদ্দেশ্যে লিখেছিলেন, দয়া করে সকলের প্রতি শ্রদ্ধাশীল হোন।
উল্লেখ্য, সাবরিনা গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত বছর ৬ জুন প্রকাশিত ‘প্লিজ প্লিজ প্লিজ’ গানটি ইউকে তালিকার শীর্ষে অবস্থান নিয়েছিলো।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে