প্রকাশ্যে ‘তাণ্ডব’ এর রোমান্টিক গান
Published: 13th, June 2025 GMT
চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘তাণ্ডব’ এর রোমান্টিক ‘আমি তোমার মনের ভীষণ কাছে/তবু কেন দেখেও দেখো না’। প্রকাশের পরেই দর্শক হুমড়ি খেয়ে গানটি উপভোগ করছেন। সাবিলা নূর আর শাকিব খানের রোমান্স জমে ক্ষীর।
সাবিলা নূর একটা ইন্টার্ভিউয়ে বলেছিলেন, ‘আমি খুব লাকি কারণ শাকিব খানের সাথে তাণ্ডব সিনেমায় একটি ড্যান্স ট্র্যাক পেয়েছি আবার রোমান্টিক গানও পেয়েছি।’
এরই মধ্যে যারা সিনেমাটি দেখে নিয়েছেন তারা আগেই দেখেছেন এই গানে দুইজনের ন্যাচারাল অভিনয়। ‘তোমাকে ভালোবেসে যেতে চাই’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় শিল্পী অরিন্দম এবং শীর্ষা। গানটিতে দেশের মনোরোম প্রাকৃতিক সৌন্দর্য শোভা বাড়িয়েছে।
আরো পড়ুন:
শাকিব-অপুর ভিডিও ভাইরাল, বুবলী বললেন ‘নোংরা ভিডিও ছড়াবেন না’
শাকিবের দ্বিতীয় অধ্যায় নিয়ে বিপদে অপু!
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঋত্বিকের বাড়ি যেন ‘মেঘে ঢাকা তারা’
বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার এক বছর পার হয়েছে। একসময়ের ঐতিহ্যবাহী বাড়িটি এখন কেবলই ইটের স্তূপ আর আগাছায় ভরা এক ধ্বংসস্তূপ। স্মৃতিচিহ্ন বলতে টিকে আছে ভাঙা ইটের পাঁজা আর কয়েকটি ভাঙা দেয়াল, যেখানে গত বছর আঁকা হয়েছিল ঋত্বিকের একটি পোর্ট্রেট। সেই দেয়ালই যেন নির্বাক হয়ে জানান দিচ্ছে এক সাংস্কৃতিক অবহেলার করুণ ইতিহাস।
গতকাল রোববার ঋত্বিকের পৈতৃক ভিটায় গিয়ে দেখা যায়, খসে পড়া দেয়ালে ‘বাড়ী থেকে পালিয়ে’, ‘মেঘে ঢাকা তারা’, ‘অযান্ত্রিক’-এর মতো সিনেমার নাম ও চিত্রকর্ম আঁকা। এর মাঝে মোটা ফ্রেমের চশমা চোখে ছোট চুলের ঋত্বিক ঘটক যেন তাকিয়ে আছেন তাঁরই বাড়ির ধ্বংসাবশেষের দিকে।
অথচ এই বাড়ির সূত্রেই বহু মানুষ রাজশাহীকে চিনেছেন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ঋত্বিকের ‘মেঘে ঢাকা তারা’ দেখার স্মৃতিচারণায় একবার বলেছিলেন, ‘সেই সিনেমা দেখার মুগ্ধতা বুকের মধ্যে মধুর মতো জমে আছে।’ কালের পরিক্রমায় ঋত্বিকের সেই বাড়িই আজ ‘মেঘে ঢাকা তারা’ হয়ে গেছে। স্মৃতি আছে, কিন্তু অস্তিত্ব নেই বললেই চলে। রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা চান, এই ধ্বংসস্তূপের ওপরই ঋত্বিকের স্মৃতি সংরক্ষণে টেকসই কোনো উদ্যোগ নেওয়া হোক।
ঋত্বিক ঘটক