চট্টগ্রামে আরও দুজন করোনায় আক্রান্ত
Published: 13th, June 2025 GMT
চট্টগ্রামে আজ শুক্রবার নতুন করে দুজনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ দুপুরে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা) প্রতিবেদনে বলা হয়, ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়।
নগরের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারে ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই দুজনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে গত এক সপ্তাহে চট্টগ্রামে ৯ জনের করোনা শনাক্ত হলো।
নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন উপজেলার এবং অপরজন নগরের। এ ছাড়া মোট আক্রান্ত ৯ জনের ৮ জনই শহরের বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত বেসরকারি বিভিন্ন রোগনির্ণয় কেন্দ্রে করোনা শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আরটি–পিসিআর পরীক্ষা শিগগিরই শুরু করা যাবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।
কিট ও কর্মীর সংকটে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। আগামীকাল শনিবারের মধ্যে কিট চলে আসার সম্ভাবনা রয়েছে বলে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে